সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জনতার কাছে তিনি রীতিমতো 'হিট'। কখনও তিনি পুষ্পার মতো 'ঝুকেগা নেহি' স্টাইলে রিল করছেন, কখনও-বা মেয়েদের সঙ্গে 'শ্রীবল্লি' গানে খুঁড়িয়ে হাঁটছেন। এবার সিনেমাতেও পা রাখতে চলেছেন ডেভিড ওয়ার্নার। তেলুগু সিনেমা 'রবিনহুড'-এ দেখা যাবে অজি ক্রিকেটারকে। যে সিনেমায় আছেন নীতীন ও শ্রীলীলার মতো তারকা।

প্রায় আট বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। কমলা বাহিনী আইপিএলও জেতে তাঁর নেতৃত্বে। দুপক্ষের সম্পর্কের শেষটা খুব একটা ভালো না হলেও ভারতীয় জনতার 'ঘরের লোক' হয়ে গিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় ভারতীয় ভাষার গানের সঙ্গে রিল তৈরি করেন। সেখানে থাকে তাঁর মেয়েরাও। অস্ট্রেলীয় হয়েও ওয়ার্নার যেভাবে ভারতীয় আদবকায়দাকে আপন করে নিয়েছেন, তাতে ভক্তরা তাঁকে আধার কার্ড দেওয়ার দাবি পর্যন্ত করেছেন।
আধার কার্ড না পেলেও, ভারতীয় সিনেমায় সুযোগ পেয়ে গেলেন ওয়ার্নার। তেলুগু সিনেমা 'রবিনহুড'-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে তাঁর চরিত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলা। নীতীন ও শ্রীলীলার মতো তারকাকে দেখা যাবে এই সিনেমায়। ২৮ মার্চ মুক্তি পেতে চলেছে সিনেমাটি।
ছবির পোস্টার শেয়ার করে ওয়ার্নার সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ভারতীয় সিনেমা, আমি এসে পড়েছি। রবিনহুডের অংশ হতে পেরে খুব উত্তেজিত। সিনেমার শুটিং প্রচণ্ড উপভোগ করেছি।' ভক্তরাও প্রহর গুনছেন অজি তারকাকে রুপোলি পর্দায় দেখার জন্য।