shono
Advertisement
Dona Ganguly

ফেসবুকে কুৎসিত ভাষায় আক্রমণ, বডি শেমিং! পুলিশের দ্বারস্থ সৌরভপত্নী ডোনা

কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠান ঘিরেই কুমন্তব্য করা হয় নৃত্যশিল্পীর উদ্দেশ্যে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:59 PM Nov 27, 2025Updated: 03:25 PM Nov 28, 2025

অর্ণব আইচ: নৃত‌্যশিল্পী ডোনা গঙ্গোপাধ‌্যায়কে সোশ‌্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণ! পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের সহধর্মিণী। বুধবার সন্ধ‌্যায় দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ডোনা (Dona Ganguly )। তারই ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় ব‌্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ‌্যায়ের নৃত‌্যানুষ্ঠান ঘিরেই তাঁর বিরুদ্ধে কুমন্তব‌্য করা হয়। ডোনার অভিযোগ অনুযায়ী, গত ৪৫ বছর ধরে তিনি ভারতীয় ধ্রুপদী নৃত‌্য অভ‌্যাস ও অনুষ্ঠান করছেন। নাচ তাঁর পেশা ও আবেগ। সারা বিশ্বজুড়ে ওডিশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি। তাঁর অভিযোগের আঙুল একটি বিশেষ ফেসবুক পেজের বিরুদ্ধে।

ডোনার অভিযোগ, ওই ফেসবুক পেজের মাধ‌্যমে সোশ‌্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে। তার ফলে তাঁর খ‌্যাতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি এটি মানহানিকর বলেই বলে করেন। এই পোস্ট তাঁর সম্মান নষ্ট করেছে। বডি শেমিং ও এই বিষয়ে কমেন্ট যে কোনও মহিলার পক্ষেই সম্মানহানিকর। অনলাইনে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ডোনার।

অভিযোগ অনুযায়ী, ওই ফেসবুক পেজে ডোনা গঙ্গোপাধ‌্যায়ের (Dona Ganguly) একাধিক ছবি পোস্ট করে কুৎসিত ভাষায় তাঁকে হেনস্তা করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগপত্রের সঙ্গে তিনি ওই পোস্টের স্ক্রিনশট পুলিশকে দেন। ওই ফেসবুক পেজ সংক্রান্ত একটি মোবাইল নম্বরও তিনি পুলিশকে দিয়েছেন। পুলিশের এক আধিকারিক জানান, ডোনা গঙ্গোপাধ‌্যায়ের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্ত শুরু করেছেন। ওই মোবাইল নম্বর ও ফেসবুক পেজের সূত্র ধরে ওই কদর্য ভাষায় পোস্টগুলি যারা করেছে, তাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনার অভিযোগ, ওই ফেসবুক পেজের মাধ‌্যমে সোশ‌্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে।
  • ফেসবুক পেজে ডোনা গঙ্গোপাধ‌্যায়ের একাধিক ছবি পোস্ট করে কুৎসিত ভাষায় তাঁকে হেনস্তা করা হয়েছে।
  • পুলিশের এক আধিকারিক জানান, ডোনা গঙ্গোপাধ‌্যায়ের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্ত শুরু করেছেন।
Advertisement