২০১১ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তারপর দীর্ঘ ১৩ বছর পর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। মাঝে অবশ্য ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তাতেও আইসিসি টুর্নামেন্টগুলিতে দীর্ঘ খরা ভারতীয় ক্রিকেটারদের ভিতর কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছিল। অকপটেই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একটা বড় ট্রফি জিততে ১৩ বছর অপেক্ষা করতে হয়েছে ভারতকে। রোহিত শুক্রবার জানিয়েছেন, প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে ব্যর্থতার একটা শঙ্কা কাজ করছিল। দীর্ঘ ব্যর্থতার এটাও একটা কারণ হতে পারে।
রোহিতের বক্তব্য, "আমি নিজে বিশ্বাস করি, ব্যর্থতা কখনও স্থায়ী হয় না। কিন্তু সেটা কাটাতে যে তেরো বছর লেগে যাবে, বিশ্বাস করুন, ভাবতে পারিনি। আমরা ২০১১ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর আরও একটা বিশ্বকাপ জিততে লেগে গেল ১৩টা বছর। হ্যাঁ, মাঝে আমরা ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। সেদিক থেকে দেখতে গেলে আমাদের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে লেগে গেল প্রায় এগারো বছর। আমরা সবসময় বিশ্বাস করতাম, সঠিক কাজ করে যেতে হবে। এবং সেভাবেই এগিয়েছি। তবে এটাও ঠিক, কিছু একটা তো অভাব ছিলই। যা আমরা কাটাতে পারিনি। হয়তো ব্যর্থতার ভয় আমাদের মনে ঢুকে পড়েছিল। এটা সত্যি নাও হতে পারে। কিন্তু আমার মনে হয় এমনই কিছু হয়েছিল।"
এই তথাকথিত 'ভয়' দূর করতে প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করেছিল বলে মনে করেন রোহিত। তিনি বলেন, "আমরা সকলেই এই ভয় দূর করতে চেয়েছিলাম। দলীয় স্বাধীনতা এবং সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এই দুর্বলতা দূর করতে চেয়েছিলাম। যাই ঘটুক না কেন, সবাইকে আমরা সমর্থন করব। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি।"
রোহিতের সংযোজন, "২০২০ সাল থেকে নিজেকে বুঝিয়েছিলাম আমাকে সততার সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। এটা করতে গিয়ে বহুবার ৮০-৯০-এর ঘরে আউট হয়েছি। কিন্তু আমি বিরক্ত হইনি। আমরা পরিসংখ্যানকে ভীষণই গুরুত্ব দিই। কিন্তু দিনের শেষে যদি বিশ্বকাপ না জিততে পার, তা হলে এই পরিসংখ্যানের কোনও মূল্য নেই।"
