ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। নীল জার্সি গায়ে জোড়া বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। এবার তাঁর মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে। ভারতীয় ক্রিকেটে অতুলনীয় অবদানের জন্য প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) সাম্মানিক ডক্টরেট (ডি.লিট) দিতে চলেছে পুণের অজিঙ্কা ডিওয়াই পাটিল ইউনিভার্সিটি। অর্থাৎ তাঁর নামের আগে বসতে চলেছে 'ডক্টর' উপাধি।
বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ এই সম্মান দেওয়া হবে হিটম্যানকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অতুলনীয় অবদান' এবং 'দৃষ্টান্তমূলক নেতৃত্বে'র জন্য রোহিতকে এই স্বীকৃতি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "অনুরাগীদের কাছে তিনি 'হিটম্যান'। তবে এই সমাবর্তন তাঁর কাছে অন্যরকম মাইলফলক হতে চলেছে। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান এবং বিশ্বমঞ্চে তাঁর নেতৃত্বের জন্য এই ডি.লিট।"
জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মান গ্রহণ করবেন রোহিত। তিনি ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও এই বিশেষ সম্মান দেওয়া হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করার কথা প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর ড. অজিঙ্কা ডিওয়াই পাটিলের। উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৬ সেঞ্চুরি। যা আর কারও নেই।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক রোহিত এবার বাড়িতে বসে খেলা দেখবেন। সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেলের এক শোয়ে হিটম্যান বলেন, “বাড়িতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা অদ্ভুত এক অভিজ্ঞতা হবে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে সব ক’টা বিশ্বকাপে অংশ নিয়েছি। এবার ঘরে বসে খেলা দেখতে হবে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। অবসর কী জিনিস, সেটা বোঝা যায় যখন কোনও বিশ্বকাপ বাইরে বসে থাকতে হয়। এবার স্টেডিয়াম থেকে খেলা দেখব। সেই অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। নিঃসন্দেহে অন্য রকম অভিজ্ঞতা হতে চলেছে।” সেই রোহিত এবার পেতে চলেছেন সাম্মানিক ডক্টরেট।
