shono
Advertisement
IPL

পিছিয়ে যাচ্ছে আইপিএল! কবে প্রকাশিত হবে পূর্ণাঙ্গ সূচি?

কেন আইপিএল পিছনোর সিদ্ধান্ত?
Published By: Anwesha AdhikaryPosted: 06:54 PM Feb 13, 2025Updated: 07:23 PM Feb 13, 2025

আলাপন সাহা: পিছিয়ে যাচ্ছে আইপিএল! বোর্ডের তরফে জানানো হয়েছিল, ২১ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল। কিন্তু সূত্রের খবর, তেমনটা হয়তো হবে না। একদিন পরে অর্থাৎ ২২ মার্চ থেকে হয়তো শুরু হবে আইপিএল। কারণ টুর্নামেন্টের সম্প্রচারকারীরা চান, উইকেন্ড থেকে শুরু হোক ১০ দলের জমজমাট লড়াই। কয়েকদিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলেই সূত্রের খবর। 

Advertisement

জানা গিয়েছে, আইপিএলের জন্য দু'তিন রকম খসড়া সূচি তৈরি করে ফেলেছে বোর্ড। সেগুলি সম্প্রচারকারীদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। তারপরেই সম্প্রচারকারীরা দাবি জানিয়েছেন, আইপিএল শুরু হোক উইকেন্ড থেকে। অর্থাৎ মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শনিবার হোক, এমনটাই মত সম্প্রচারকারীদের। সেই কথা মাথায় রেখেই হয়তো একদিন পিছিয়ে দেওয়া হতে পারে আইপিএল। সম্প্রচারকারীরা খসড়া সূচিতে সিলমোহর দিলে আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে আসতে পারে আইপিএলের দিনক্ষণ।

২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল ২৬ মে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই একই ধাঁচে ২০২৫ সালের আইপিএল শুরু হবে বলে জানিয়েছিলেন  বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। গত মাসে বোর্ডের মিটিংয়ের পর তিনি বলেন, আইপিএল শুরু হবে ২১ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। আইপিএল শুরুর দিন পিছিয়ে গেলেও, ফাইনালের দিন অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রবল।

এখনও একমাসেরও বেশি সময় বাকি আইপিএলের আগে। কিন্তু মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবারই সকলকে চমকে দিয়ে দলের অধিনায়ক হিসাবে রজত পাটিদারের নাম ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। যদিও আগামী আইপিএলে কেকেআরের নেতৃত্ব কে সামলাবেন, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের জন্য দু'তিন রকম খসড়া সূচি তৈরি করে ফেলেছে বোর্ড। সেগুলি সম্প্রচারকারীদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।
  • ২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস।
  • মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে রাজস্থান রয়্যালস।
Advertisement