shono
Advertisement
Shama Mohamed

রোহিতকে 'মোটা' বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই হিটম্যানকে স্যালুট সেই কংগ্রেস নেত্রীর

ভারতের জয়ের পরই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বিতর্কিত সেই কংগ্রেস নেত্রী।
Published By: Subhajit MandalPosted: 10:52 PM Mar 09, 2025Updated: 11:05 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক রোহিত শর্মাকে 'মোটা, খারাপ অধিনায়ক' বলে বিতর্কে জড়িয়ছিলেন। টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সেই কংগ্রেস মুখপাত্রই ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন। রোহিতকে 'স্যালুট' জানিয়ে শামা মহম্মদ বললেন, যেভাবে রোহিত দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটা প্রশংসার যোগ্য।

Advertisement

দিন কয়েক আগেই রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত।’ এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় দেশজুড়ে। ক্রিকেট এবং রাজনীতি- দুই মহল থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েন কংগ্রেস নেত্রী। পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে সেই সোশাল মিডিয়া পোস্ট ডিলিট করেন তিনি।

মজার কথা হল, যে রোহিতের সমালোচনায় মুখর হয়েছিলেন কংগ্রেস নেত্রী, সেই রোহিতের অধিনায়কত্বেই ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। শুধু ভারত জিতল না ফাইনালে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন রোহিত নিজেও। ফলে একপ্রকার বাধ্য হয়েই রোহিতের প্রশংসা করতে হল শামাকে।

তিনি এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। যেভাবে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলে রোহিত শর্মা জয়ের ভিত গড়ে দিলেন, সেটা স্যালুট জানানোর যোগ্য। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরাও ভালো ইনিংস খেলেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক রোহিত শর্মাকে 'মোটা, খারাপ অধিনায়ক' বলে বিতর্কে জড়িয়ছিলেন।
  • টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সেই কংগ্রেস মুখপাত্রই ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসা করলেন।
  • রোহিতকে 'স্যালুট' জানিয়ে শামা মহম্মদ বললেন, যেভাবে রোহিত দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটা প্রশংসার যোগ্য।
Advertisement