সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলা থেকেই তিনি শচীনের ভক্ত। ছোট্ট বিরাট একদিন শচীন হওয়ার স্বপ্ন দেখতেন। সেই তিনি একদিন বড় হলেন। ভারতীয় দলেও সুযোগ মিলল। আর সেই দলে তখন ছোটবেলার 'আইডল' শচীন। দু'জন ভারতকে বিশ্বজয়ের স্বাদও দিয়েছেন। বিরাট সেদিন কাঁধে তুলে নিয়েছিলেন শচীনকে। কেউ কি ভুলতে পারে মায়াবী সেই রাতের এই দৃশ্য? আজ, সেই সব মুহূর্ত মনে পড়ার কারণ টেস্ট ক্রিকেটকে বিরাটের বিদায় বলা। এমন মুহূর্তে 'মাস্টার ব্লাস্টার' শচীন তেণ্ডুলকরও আবেগপ্রবণ। এক্স হ্যান্ডেলে তিনি কোহলিকে নিয়ে 'বিরাট' বার্তা দিয়েছেন।
'লিটল মাস্টার' লেখেন, 'আজ তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছ। এমন মুহূর্তে ১২ বছর আগের তোমাকে খুব মনে পড়ছে। আমার সেটা শেষ টেস্ট ম্যাচ। ওই সময় তুমি অনেক পরিণত। তখন তুমি আমাকে বাবার কাছ থেকে পাওয়া একটা ধাগা দিয়েছিলে। এটা আমার কাছে খুব কাছের একটা অনুভূতি ছিল। সেই ধাগা আমার কাছে এখনও সযত্নে রয়েছে। তোমার জন্য সব সময় শুভ কামনা।'
তিনি আরও লেখেন, 'নতুন প্রজন্ম তোমার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবে। অসংখ্য তরুণ তোমায় দেখে অনুপ্রাণিত। তোমার টেস্ট কেরিয়ার অসাধারণ। তুমি ভারতীয় ক্রিকেটকে রানের চেয়েও বড় অনেক কিছু দিয়েছ। দারুণ একটা টেস্ট কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন।'
এক সময় বিরাট সম্পর্কে শচীন বলেছিলেন, "আমার রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলি।" বিরাট এগোচ্ছিলেন সেদিকেই। কিন্তু হঠাৎই লাল বলের ক্রিকেট থেকে অবসর। আন্তর্জাতিক ক্রিকেটে এখন তাঁর নামের পাশে উজ্জ্বল ৮২টি শতরান। কেবল তিনি ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে তাঁকে। ক্রিকেট মহলের ধারণা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি কি পারবেন শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে? কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। কারণ নামটা যে বিরাট কোহলি।
