shono
Advertisement
Champions Trophy 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিতে কালো আর্মব্যান্ড পরে নামলেন রোহিতরা, কেন?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারত।
Published By: Subhajit MandalPosted: 03:34 PM Mar 04, 2025Updated: 03:41 PM Mar 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরে নামলেন রোহিত শর্মারা। এদিন টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। ফিল্ডিংয়ের সময় অন্য ক্রিকেটাররাও কালো আর্মব্যান্ড পরে নামেন। আসলে গতকালই প্রয়াত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি পদ্মাকর শিভালকর। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত রোহিতদের।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন শিভালকর। ১৯৬১-৬২ মরসুমে ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন শিভালকর। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন। ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন। দুঃখজনকভাবে গোটা কেরিয়ার ধারাবাহিকভাবে পারফর্ম করা সত্ত্বেও কোনওদিন জাতীয় দলে সুযোগ পাননি।

ঘরোয়া ক্রিকেটের এই নক্ষত্রকে প্রয়াণের পর সম্মান জানাল বিসিসিআই। এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, "পদ্মাকর শিভালকরের আকস্মিক প্রয়াণে বিসিসিআই শোকসন্তপ্ত। ৩ মার্চ তিনি প্রয়াত হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠেছিলেন এই বাঁহাতি স্পিনার।" শুধু বিবৃতি জারি করা নয়। এদিন ভারতীয় দলের ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরেও নামতে বলে বিসিসিআই।


উল্লেখ্য, এদিন ফের টস হারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে দল নেমেছিল, সেই প্রথম একাদশ নিয়েই শেষ চারের যুদ্ধে ভারত।

সেমিফাইনালে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরে নামলেন রোহিত শর্মারা।
  • এদিন টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়।
Advertisement