সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ম্যাচের সেরাও টিম ইন্ডিয়ার অধিনায়ক। স্বাভাবিকভাবেই ঢোক গিলতে হচ্ছে রোহিতের সমালোচকদের। বিশেষ করে যাঁরা সদ্যই তাঁর স্থুলকায়ত্ব নিয়ে প্রশ্ন তুলে তাঁকে আনফিট এবং অযোগ্য বলে দেগে দিয়েছিলেন তাঁদের। সেই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই সৌগতই সুর বদলে হিটম্যানকে শুভেচ্ছা জানালেন। তবে একই সঙ্গে প্রচ্ছন্ন খোঁচাও দিয়ে রাখলেন।
ভারতের জয়ের পর এক সংবাদমাধ্যমকে সৌগত বললেন, "আমি ম্যাচের প্রতিটা বল দেখেছি। ভারত খুব লড়াই করে জিতেছে। রোহিত শর্মা সম্পর্কে বলার, ও আগে ভালো খেলতে পারছিল না। এর আগে একটা ম্যাচেও নিজের জায়গা জাস্টিফাই করতে পারেনি। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন, আমার মনে হয়েছিল এই বিষয়টা বলা দরকার। ও ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিত। আজ রোহিত পারফর্ম করেছে। কিন্তু ও যদি সেঞ্চুরি করত আরও খুশি হতাম। তাহলে ভারতের জয়টা আরও সহজ হত। সেটা হয়নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন।"
পরক্ষণেই অবশ্য সৌগত সুর নরম করে বলেছেন, "ওঁর মধ্যে যে প্রচন্ড সম্ভাবনা রয়েছে আজকে তো উনি তা প্রমাণ করেছেন। এ জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ওঁকে অভিনন্দন। ভালো খেলেছেন, আনন্দের কথা। আমি যখন বলেছিলাম, তখন তো সত্যিই উনি ফেল করছিলেন। আগে বলেছি, এখন অভিনন্দন জানাচ্ছি।"
উল্লেখ্য, দিন কয়েক আগে এই সৌগতই রোহিতকে তুলোধোনা করেছিলেন। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের সুরের সুর মিলিয়ে সৌগত বলেন, 'কোনও রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেটপ্রেমী হিসাবে বলছি। আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে? গত ২ বছরে একটা সেঞ্চুরি করেছে। তারপর থেকে ২, ৫, ১০, ২০ - এই রান করে আউট হয়ে যাচ্ছে। ওকে দলেও রাখা উচিত নয়, অধিনায়ক রাখাও উচিত নয়।" সেসময় সৌগতর বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলেছিল দল।
