সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ওয়ানডেতে টস হারল ভারত। এই নিয়ে টানা ১৮টি ওয়ানডেতে টস হারল টিম ইন্ডিয়া। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টসে হেরে প্রথমে বল করবেন শুভমান গিলরা। দলে দুটি বদল এসেছে। অবশেষে চুনকাম এড়ানোর ম্যাচে সুযোগ পেলেন কুলদীপ যাদব। দলে ঢুকেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিং ও নীতীশ কুমার রেড্ডিকে।
প্রথম দুটো ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। সিডনির ম্যাচ আত্মসম্মান রক্ষার। এই ম্যাচ হারলে ৪১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে চুনকাম হবে ভারত। সিডনির পিচ এমনিতে ব্যাটিং সহায়ক। স্পিনাররাও যথেষ্ট সাহায্য পান। পিচে আর্দ্রতা কম থাকায় বড় ফাটল আছে। সম্ভবত সেই কারণে কুলদীপ যাদবকে খেলানো হল। কিন্তু আগের দুই ম্যাচে বসিয়ে রেখে কেন শেষ ম্যাচে সুযোগ দেওয়া হল, সেই প্রশ্ন উঠছে। অন্যদিকে অর্শদীপ বাদ পড়লেও হর্ষিত রানা দলে আছেন।
সিডনিতে অস্ট্রেলিয়ার রেকর্ড বেশ ভালো। টসে জিতে প্রথমে ব্যাট করা দলের পরিসংখ্যানও খুব ভালো। তাই অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তে ভুল কিছু নেই। যদিও ভারত অধিনায়ক শুভমান গিল জানালেন, টসে জিতলে প্রথমে বলই করতেন। তিনি বলেন, "লক্ষ্য দেখে আমরা রান ধাওয়া করতে চেয়েছিলাম। ফলে যা চেয়েছি, সেটাই পেয়েছি। আমরা আগের ম্যাচে যথেষ্ট রান করেছিলাম। কিন্তু কিছু সুযোগ হাতছাড়া করেছি।" অস্ট্রেলিয়া দলে জাভিয়ের বার্টলেটের বদলে সুযোগ পেয়েছেন নাথান এলিস।
এই নিয়ে টানা ১৮টি ওয়ানডেতে টস হারল ভারত। সম্ভাবনার হিসেবে যা ২৬২১৪৪ বারে একবার। অর্থাৎ .০০০৩৮ শতাংশের সম্ভাবনা। যা সত্যিই আশ্চর্যজনক!
তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
