shono
Advertisement
Gautam Gambhir

'কনকাশন সাব' নিয়ে পালটা বোমা গম্ভীরের, সব ম্যাচেই ২৫০ রানের লক্ষ্য বাঁধলেন ভারতীয় কোচ

ম্যাচ শেষে কী বললেন গম্ভীর?
Published By: Arpan DasPosted: 02:55 PM Feb 03, 2025Updated: 02:55 PM Feb 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কনকাশন সাব' বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। শিবম দুবের সমতুল্য হিসেবে কি হর্ষিত রানাকে নামানো যায়? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ জিতে গেলেও সেই প্রশ্ন ধাওয়া করছে। এবার তাঁর সপাট উত্তর দিলেন কোচ গৌতম গম্ভীর। সেই সঙ্গে জানিয়ে দিলেন, টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচেই ২৫০ রান করতে নামবে টিম ইন্ডিয়া।

Advertisement

পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেখানে ঝড় উঠল অভিষেক শর্মার। তাঁর ব্যাটে তছনছ একাধিক রেকর্ড। মাত্র ৫৪ বলে অভিষেক করেন ১৩৫ রান। যা টি-টোয়েন্টিতে কোনও ভারতীয়র সর্বোচ রান। ২০ ওভারে ভারতের ইনিংস থামে ২৪৭ রানে। অন্যদিকে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৯৭ রানে। ভারত ম্যাচ জেতে ১৫০ রানে। ম্যাচের পর প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন 'কনকাশন সাব' নিয়ে প্রশ্ন করেন গম্ভীরকে।

যার উত্তরে ভারতের কোচ বলেন, "শিবম আজ চার ওভারই বল করত।" যদিও শিবম মুম্বইয়ের ম্যাচে মাত্র ২ ওভার বল করেন। ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। কিন্তু ইংল্যান্ডের ইনিংস মাত্র ১০.৩ ওভারে শেষ হয়ে যায়। ফলে পুরো চার ওভার বল করার সুযোগ পাননি শিবম। পিটারসেনকে সেটা নিয়েও খোঁচা দিলেন গম্ভীর।

টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। গম্ভীর জানিয়ে দিলেন, এই দাপটই বজায় রাখতে চায় তাঁর দল। তাঁর বক্তব্য, "আমরা হারের ভয় পাই না। ঝুঁকি নিয়েই খেলতে চাই, তাতে জয়ের সম্ভাবনাও বাড়ে। ভয়ডরহীন ও স্বার্থহীন ক্রিকেট খেলাই আমাদের উদ্দেশ্য। গত ছয়মাসে আমরা সেটাই চেষ্টা করেছি। আমরা প্রতি ম্যাচে ২৫০-২৬০ রান করতে চাই। তাতে হয়তো কোনওদিন ১২০-১৩০ রানেও আউট হয়ে যেতে হয়। কিন্তু এটাই টি-টোয়েন্টির মজা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'কনকাশন সাব' বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। শিবম দুবের সমতুল্য হিসেবে কি হর্ষিত রানাকে নামানো যায়?
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ জিতে গেলেও সেই প্রশ্ন ধাওয়া করছে। এবার তাঁর সপাট উত্তর দিলেন কোচ গৌতম গম্ভীর।
  • সেই সঙ্গে জানিয়ে দিলেন, টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচেই ২৫০ রান করতে নামবে টিম ইন্ডিয়া।
Advertisement