স্টাফ রিপোর্টার: মহম্মদ শামির কি প্রত্যাবর্তন হবে? ঋষভ পন্থ না ধ্রুব জুরেল, কে সুযোগ পাবেন? মহম্মদ সিরাজকে ওয়ানডে টিমে দেখা যাবে?
শনিবার নিউজিল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচনী বৈঠক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডে আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজের শুরু। নির্বাচনী বৈঠকের আগে বারবার ঘুরে ফিরে চলে আসছে শামি-পন্থদের প্রসঙ্গ। একইসঙ্গে চর্চা চলছে মহম্মদ সিরাজকে নিয়েও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকে রাখা হয়নি। জশপ্রীত বুমরাকে ওয়ান ডে'তে বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। অর্শদীপ সিং আর হর্ষিত রানার টিমে থাকা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এখন প্রশ্ন হল, তিন নম্বর পেসার হিসাবে কাকে রাখা হবে? দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রসিদ্ধ কৃষ্ণ ছিলেন। কিন্তু কর্নাটকের পেসারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। হঠাৎ করেই শামির প্রত্যাবর্তনের একটা রাস্তা তৈরি হয়েছে।
শোনা যাচ্ছে, নির্বাচক কমিটির সঙ্গে শামির যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা কিছুটা হলেও কমেছে। ঘরোয়া ক্রিকেটে তারকা পেসারের পারফরম্যান্সও যথেষ্ট ভালো। ফলে নির্বাচনী বৈঠকে তাঁকে নিয়ে আলোচনা হতে পারে। একইরকম কথা হবে সিরাজকে নিয়েও। যদিও বিজয় হাজারে ট্রফির প্রথম চারটে ম্যাচে সিরাজ খেলেননি।
ব্যাটিং স্লট নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা থাকছেন। শ্রেয়স আইয়ারের চোট সারিয়ে ফিরতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন সাই সুদর্শন। তাঁর ফিট হতে অন্তত ৬ সপ্তাহ লাগবে। অন্যদিকে দেবদূত পাড়িক্কল বিজয় হাজারেতে দুরন্ত ফর্মে রয়েছেন। চার ম্যাচে তিনটে সেঞ্চুরি হয়ে গিয়েছে। কিন্তু টিমে সুযোগ পাওয়ার ব্যাপারে পাড়িক্কল কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। প্রশ্ন হল, কার জায়গায় তাঁকে খেলানো হবে? রুতুরাজ গায়কোয়াড়ের টিমে থাকা নিয়ে তেমন কোনও সংশয় নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার নম্বরে নেমে সেঞ্চুরিও করেছেন তিনি।
সবমিলিয়ে বৈঠকে আজ নজর থাকবে পন্থ, শামি, সিরাজের দিকেই।
