shono
Advertisement
Virat Kohli

আচমকা সিদ্ধান্ত বদল! অপেক্ষা বাড়ল বাইশ গজে কোহলির প্রত্যাবর্তনের

১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
Published By: Arpan DasPosted: 06:09 PM Jan 05, 2026Updated: 06:48 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসেছেন, দেখেছেন, জয় করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লির দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন, রানও পেয়েছেন। শোনা গিয়েছিল, বিজয় হাজারেতে আরও একটি ম্যাচ খেলতে পারেন কোহলি। কিন্তু সেটা হচ্ছে না বলেই খবর। ফলে বাইশ গজে কোহলির প্রত্যাবর্তনের অপেক্ষা আরেকটু বাড়ল। একেবারে ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধেই নামবেন তিনি।

Advertisement

৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির ম্যাচ। নতুন বছরে কোহলি এই ম্যাচ খেলতে পারেন বলে জানা গিয়েছিল। কিন্তু এএনআই সূত্রে খবর, মঙ্গলবার কর্নাটকের মাঠে নামবেন না কোহলি। দিল্লির কোচ শরণদীপ সিংও জানিয়েছেন, তাঁকে পাওয়া যাবে না। তবে কেন আচমকা কোহলি খেলবেন না, তা জানানো হয়নি। অন্যদিকে রোহিত শর্মা যে বিজয় হাজারেতে আর খেলবেন না তা আগেই জানা গিয়েছিল।

বিজয় হাজারে ট্রফিতে ‘সুপারহিট’ কামব্যাক করেছিলেন দু’জনেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও চলতি বছর ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করে যান বিরাট। ম্যাচের সেরাও হন তিনি। দুই ম্যাচে খেলে তাঁরা ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলি দ্বিতীয় ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পেয়েছেন।

১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতিও শুরু হয়ে যাবে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন রো-কো। কিন্তু বোর্ডের নির্দেশে কিছুটা বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন। ফিরে বুঝিয়েও দিয়েছেন, তাঁদের নিয়ে সংশয়ের জায়গা নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসেছেন, দেখেছেন, জয় করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
  • দিল্লির দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন, রানও পেয়েছেন।
  • শোনা গিয়েছিল, বিজয় হাজারেতে আরও একটি ম্যাচ খেলতে পারেন কোহলি।
Advertisement