নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এই মুহূর্তে ৩-১। এগিয়ে রয়েছে ভারত। তবে চতুর্থ টি-টোয়েন্টিতে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বিপর্যয়ের মধ্যে পড়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে শেষ 'প্রস্তুতি' ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল তিরুঅনন্তপুরমে পৌঁছেছে। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ এটা। তাই তাঁকে দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। আর যা দেখে নতুন ভূমিকায় অবতীর্ণ সূর্যকুমার যাদব।
ঘটনাটা ঠিক কী? বিমানবন্দরে নেমে টিম বাসের দিকে যাচ্ছিল গোটা দল। সেই সময় টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ককে দেখা গেল সঞ্জুর 'দেহরক্ষী'র ভূমিকা পালন করতে। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, স্কাইকে রাস্তা ফাঁকা করে দিতে। এখানেই শেষ নয়। মশকরা করে তিনি বলেন, "রাস্তা ছাড়ুন। সরে যান। কেউ ছবি তুলবেন না। চেট্টাকে (সঞ্জুর ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।" সূর্যর এই মন্তব্যে লজ্জায় রাঙা হয়ে যান ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার।
তবে নিজের রাজ্যে এসে যে তিনি যে খুব খুশি, সেটাও টের পাওয়া গিয়েছে। বিমানবন্দরের চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্য বলেন, "ঈশ্বরের নিজের দেশে নামা।" সঞ্জুর, "খুবই ভালো লাগছে। ভালো তো সব সময়েই লাগে। তবে এবারটা কিন্তু সত্যিই আরও বিশেষ।" সূর্য বলেন, "এক্সট্রা স্পেশাল?" সঞ্জুর জবাব, "হ্যাঁ।" আসলে সঞ্জু বলতে চেয়েছেন, নিজের রাজ্যে ফিরে মন ভালো হয়ে গিয়েছে তাঁর।
উল্লেখ্য, চতুর্থ টি-টোয়েন্টির আগে সব কিছু এক সুরে বাজছিল। ভারতের সামনে বিশেষ দুশ্চিন্তার কিছু না থাকলেও কিছুটা হলেও চিন্তা ছিল সঞ্জু স্যামসনকে ঘিরে। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার বিশাখাপত্তনমে নজরে ছিলেন। সেই সঞ্জু ফের একবার ওপেনিংয়ে ব্যর্থ হন। গত ম্যাচের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে টি-টোয়েন্টিতে সঞ্জুর রান ছিল মাত্র ১৬। সর্বোচ্চ ১০। বুধবার অবশ্য শুরুটা খারাপ করেননি। ব্যাটে বলের সংযোগও ঠিকঠাক হচ্ছিল। তিনটি চার এবং একটি ছক্কাও হাঁকান। যদিও স্যান্টনারের বলে বোল্ড হয়ে ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এত ব্যর্থতার পর তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দু'বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে দুরন্ত ছন্দে রয়েছেন ঈশান কিষান। যদিও তিরুঅনন্তপুরমে পৌঁছনোর পর সঞ্জু-সূর্যর কথোপকথন ভাইরাল হওয়ার পর ভারতীয় দলের 'ফিলগুড' পরিবেশ প্রকাশ্যে এসেছে। সমর্থকদের আশা, শীঘ্রই ফর্মে ফিরবেন সঞ্জু।
