shono
Advertisement
Virat Kohli

হাঁটুর চোটে জেরবার কোহলি! খেলবেন পরের ম্যাচে?

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বিরাটের বদলে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার।
Published By: Arpan DasPosted: 12:30 PM Feb 07, 2025Updated: 12:43 PM Feb 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম ফিট ক্রিকেটার তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চোটে কাবু হয়েছেন কোহলি (Virat Kohli)। রনজি ট্রফির সময় শোনা গিয়েছিল ঘাড়ে ব্যথার কথা। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে খেলতে পারলেন না হাঁটুর চোটের জন্য। কটকে পরের ম্যাচে কি খেলবেন?

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে টসের সময় রোহিত শর্মা জানিয়ে দেন, এই ম্যাচে নেই বিরাট। ম্যাচের আগেই দেখা যায় ডান হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে অনুশীলন করছেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে নামা হয়নি। এই ম্যাচে অভিষেক হয় যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। আর বিরাটের বদলে খেলেন শ্রেয়স আইয়ার।

এই ম্যাচে নজর ছিল বিরাটের ফর্মের দিকে। সেটার উত্তর মিলল না। ফলে এখন নজর রাখতে হবে রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। কিন্তু সেখানে কি তিনি খেলবেন? তাঁর চোট গুরুতর নয় বলেই খবর। ফিজিও কমলেশ জৈন পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রাখছেন। সূত্রের খবর, পরের ম্যাচে খেলতে পারেন কোহলি।

এই বিষয়ে বোর্ডের এক সূত্র জানাচ্ছেন, "অনুশীলনের সময় কোহলির (Virat Kohli) ডান হাঁটুতে কোনও সমস্যা ছিল না। কিন্তু হোটেলে ফিরে দেখা যায় হাঁটু ফুলে গিয়েছে। তবে গুরুতর কোনও সমস্যা আছে বলে মনে হয় না। আশা করছি, কটকে পরের ম্যাচে কোহলি খেলবে।" সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে চোট গুরুতর না হলেও কোহলিকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না দল। ফলে পরের ম্যাচে তিনি নামেন কিনা, সেটা নজরে থাকবে। একই সঙ্গে দেখার, কোহলি দলে ঢুকলে বাদ পড়েন কে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের অন্যতম ফিট ক্রিকেটার তিনি।
  • কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার চোটে কাবু হয়েছেন কোহলি।
  • রনজি ট্রফির সময় শোনা গিয়েছিল ঘাড়ে ব্যথার কথা। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে খেলতে পারলেন না হাঁটুর চোটের জন্য।
Advertisement