সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। যার আয়োজক দেশ ভারত। কিন্তু টুর্নামেন্টটি কোথায় হবে, সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর থেকে এশিয়া কাপের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। কারণ, পাকিস্তান ভারতে এসে খেলুক এ ব্যাপারে এখনও কোনও সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। এই পরিস্থিতিতে ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা ছিল। সূত্রের খবর, ভারতীয় বোর্ডের অনিচ্ছার কারণে বৈঠকটি আপাতত হচ্ছে না। তাহলে কোথায় হবে বৈঠক? জানা গিয়েছে, এশিয়া কাপ নিয়ে জট কাটাতে সিঙ্গাপুরে বৈঠকে বসছে ভারত-পাক বোর্ড।
১৭ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিন ব্যাপী আইসিসি'র বার্ষিক সাধারণ সভা চলেছে সিঙ্গাপুরে। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট বিশ্বকাপ নিয়ে আলোচনায় বসবেন জয় শাহরা। আরও কিছু বিষয়ে আলোচনাও হবে ওই বৈঠকে। তার মধ্যে অন্যতম এশিয়া কাপ। পিসিবি এবং বিসিসিআই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বলেই জানা গিয়েছে। দুই দেশের বোর্ডের আলোচনার পর কী স্থির হয়, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
যদিও প্রশ্ন উঠছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি এশিয়া কাপের সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে পারবে? একাধিক প্রতিবেদন অনুসারে, সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে দুবাই, আবু ধাবি এবং শারজাহর নাম। উল্লেখ্য, সূচি নিয়ে এর আগে প্রাথমিক আলোচনা হলেও এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যা শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগা ক্রিকেটীয় যুদ্ধ দেখতে পারে ক্রিকেটবিশ্ব। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পুরোটাই আলোচনার স্তরে রয়েছে।
যদিও সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশ ভালোরকমই রয়েছে। যদি শেষপর্যন্ত এশিয়া কাপ বাতিল হয়ে যায়, তার বিকল্প ভেবে রাখা হচ্ছে। এশিয়া কাপের ওই উইন্ডোতে একটা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হবে। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, এশিয়া কাপ নিয়ে জট কাটবে।
