সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মানেই ভয়ংকর। আইসিসি টুর্নামেন্টের নকআউটে অস্ট্রেলিয়া মানেই অপরাজেয়। এই মিথ আর যা-ই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সত্যি নয়। অন্তত পরিসংখ্যান সে কথাই বলছে। হিসাব বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে কোনওকালেই ভারতকে হারাতে পারেনি অজিরা।
মঙ্গলবারের সেমিফাইনাল ধরলে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে মোট পাঁচবার। এর মধ্যে ৩ বারই জিতেছে টিম ইন্ডিয়া। মাত্র একবার জিতেছে অজিরা। একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। আর এক সময় মিনি বিশ্বকাপ হিসাবে পরিচিত এই টুর্নামেন্টের নকআউটে ৩ ম্যাচের ৩টিই জিতেছে ভারতীয় দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সব ম্যাচের ফলাফল:
১৯৯৮ সালে ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল। ভারত ৪৪ রানে জয়ী।
২০০০ সালে নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল। ভারত ২০ রানে জয়ী।
২০০৬ সালে মোহালিতে গ্রুপ পর্বের ম্যাচ। অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
২০০৯ সালে সেঞ্চুরিয়নে গ্রুপ পর্বের ম্যাচ। বৃষ্টির জন্য ম্যাচ শেষ অমীমাংসিত ভাবে।
২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ভারত ৪ উইকেটে জয়ী।
আসলে সার্বিকভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল দল ভারত। এ পর্যন্ত ৯ বার এই টুর্নামেন্ট আয়োজন করেছে আইসিসি। এর মধ্যে পাঁচবারই ফাইনালে উঠেছে ভারত। ২০০২ (যুগ্মভাবে) এবং ২০১৩ দুবার খেতাব ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে। এবার তৃতীয় খেতাবের অপেক্ষায় রোহিতরা।
