সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক টানাপোড়েনের জেরে বাতিল হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ (India vs Bangladesh)! এমনটাই দাবি করেছে এক ক্রীড়া সংক্রান্ত ওয়েবসাইট। সেখানে বলা হয়েছে, আগস্ট মাসে ভারতীয় দলের বাংলাদেশে যাওয়া হচ্ছে না। পরিস্থিতি বুঝে পরে এই সিরিজ আয়োজন করা যেতে পারে। ম্যাচের সম্প্রচারকারীদেরও এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলেই ওই ওয়েবসাইটের দাবি।
পূর্বনিরূপিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট বাংলাদেশ পৌঁছনোর কথা ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের ম্যাচ ২০ আগস্ট। ২৩ আগস্ট চট্টগ্রামে রয়েছে সিরিজের শেষ ওয়ানডে। ২৬ আগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। শেষ দু’টি ম্যাচ যথাক্রমে ২৯ এবং ৩১ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এই সিরিজের মাধ্যমেই দীর্ঘদিন পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেত রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। কিন্তু সেই সম্ভাবনা আপাতত শেষ।
পালাবদলের পর বাংলাদেশে ভারতবিরোধী সুর ক্রমেই জোরদার হচ্ছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস চিনে দাঁড়িয়ে ভারতবিরোধী মন্তব্য করেছেন। পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানপন্থী সুর ছিল বাংলাদেশের গলায়। সবমিলিয়ে প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে আদৌ নিরাপদ থাকবে ভারতীয় দল? তবে কয়েকদিন আগেই বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সিরিজ নিয়ে তাঁরা আশাবাদী।
কিন্তু সূত্রের খবর, আগামী মাসে সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এক ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, বিসিবির তরফ থেকে বলা হয়েছে এখন ভারতের সঙ্গে সিরিজ হবে না। তাই টেন্ডার ডাকা হলেও সম্প্রচারের স্বত্ব বিক্রি হয়নি। আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ বোর্ড। ওই ওয়েবসাইটের কথায়, এই মুহূর্তে ভারতীয় দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয় সরকার। কোনও সরকারি বিবৃতি জারি না হলেও বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত। আগামী সপ্তাহেই সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেই অনুমান।
