shono
Advertisement
India vs England

আহমেদাবাদে নিয়মরক্ষার ম্যাচে সবুজ আর্মব্যান্ড পরে নামলেন ক্রিকেটাররা, কেন?

আইসিসির উদ্যোগে শামিল বিসিসিআইও।
Published By: Subhajit MandalPosted: 02:45 PM Feb 12, 2025Updated: 02:45 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড তৃতীয় ম্যাচে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং জস বাটলার যখন টস করতে নামলেন তখন একটি বিষয়ে অনেকের নজর আটকে গিয়েছে। দুই দলের অধিনায়কের হাতেই ছিল আর্মব্যান্ড। তবে সেটা কালো রংয়ের নয়, সবুজ রংয়ের।

Advertisement

এমনিতে অনেক ম্যাচেই ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরতে দেখা যায়। সেটা সাধারণত কোনও ক্রিকেটারের বা বিশেষ ব্যক্তিত্বের উদ্দেশে শোকপ্রকাশের জন্য। কোনও দুর্ঘটনা বা অঘটনে শোকের বার্তা দিতেও কালো আর্মব্যান্ড দেখা যায়। কিন্তু এদিন ক্রিকেটারদের হাতে সবুজ আর্মব্যান্ড কেন? আসলে ক্রিকেটাররা ওই বিশেষ আর্মব্যান্ড পরেছেন সচেতনতার উদ্দেশে। আইসিসির তরফে সমর্থকদের সচেতনতায় ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’ নামের কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে ক্রিকেট সমর্থকদের অঙ্গদানে উৎসাহ দেওয়া হচ্ছে। সেটার প্রচারেই ওই সবুজ আর্মব্যান্ড।

আইসিসির প্রচারে সাড়া দিয়ে বিসিসিআইও এই উদ্যোগে শামিল হয়েছে। গত সোমবার বিসিসিআইয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। বোর্ডের পোস্ট করা একটি ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘‌আসল শতরানের সময় এসে গিয়েছে। মৃত্যুর পরেও আপনার অঙ্গ থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। অঙ্গদাতা হিসাবে এগিয়ে আসুন এবং বাকিদেরও বাঁচার সুযোগ করে দিন।’‌ শুভমান গিল বলেছেন, ‘‌যেভাবে একজন অধিনায়ক দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেভাবে আপনিও অঙ্গদানের অঙ্গীকার করে একজনের জীবন বাঁচাতে পারেন।’

বিসিসিআই বলছে, একজনের অঙ্গে প্রাণ ফিরে পেতে পারেন ৮ জন মানুষ। তাই সকলের এই মহতী উদ্যোগে এগিয়ে আসা দরকার। ইতিমধ্যেই ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর নিজে অঙ্গদানের অঙ্গীকার করেছেন। অন্য ক্রিকেটাররাও এই উদ্যোগের সমর্থনে প্রচার করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে ভারত-ইংল্যান্ড তৃতীয় ম্যাচে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং জস বাটলার যখন টস করতে নামলেন তখন একটি বিষয়ে অনেকের নজর আটকে গিয়েছে।
  • দুই দলের অধিনায়কের হাতেই ছিল আর্মব্যান্ড। তবে সেটা কালো রংয়ের নয়, সবুজ রংয়ের।
  • এমনিতে অনেক ম্যাচেই ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরতে দেখা যায়।
Advertisement