shono
Advertisement
Indian women's cricket team

ব্যাটে বলে আধিপত্য, ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে লিড নিলেন ভারতের মেয়েরা

অনবদ্য ইনিংস উপহার দেন দীপ্তি শর্মা।
Published By: Prasenjit DuttaPosted: 12:32 PM Jul 17, 2025Updated: 12:34 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা। এবার সেই ধারা বজায় রাখতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারাল ভারতীয় মহিলা দল।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খুইয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। ক্রান্তি গৌড়ের দাপটে দুই ওপেনার ট্যামি বউমন্ট ও এমি জোন্সকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। স্কোরবোর্ডে রান তখন মাত্র ২০। এরপর এমি ল্যাম্ব এবং ন্যাট শিভার প্রাথমিক ধাক্কা সামলে ৭১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ল্যাম্বকে ব্যক্তিগত ৩৯ রানে ফেরান স্নেহ রানা। কিছুক্ষণ পর রানার বলেই সাজঘরে ফেরেন শিভার (৪১)। এরপর ইংল্যান্ডকে টেনে তোলে সোফিয়া ডাঙ্কলি এবং এলিস ডেভিডসন-রিচার্ডসের ১০৬ রানের জুটি। শ্রী চরণীর বলে এলিস (৫৩) ফিরে গেলেও দমানো যায়নি সোফিয়াকে। শেষ ওভারের শেষ বলে অমনজ্যোত কৌরের বলে ৮৩ রানে বোল্ড হন সোফিয়া। ভারতের সামনে তখন জয়ের জন্য লক্ষ্য ২৫৯ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। যদিও হঠাৎই ছন্দপতন। অফস্ট্যাম্পের বাইরের বলে খামকা খোঁচা দিয়ে ব্যক্তিগত ২৮ রানে সাজঘর যাত্রা করেন স্মৃতি। ততক্ষণে অবশ্য ওয়ানডে'তে ৪৫০০ রানের ব্যক্তিগত মাইলস্টোন পূর্ণ করে ফেলেছেন সহ-অধিনায়ক। এরপর হারলিন দেওলকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়েন প্রতীকা। তিনি ৩৬ রানে আউটের পর হারলীনও সেট হয়ে রানআউট হয়ে যান ২৭ রানে। ক্রিজে পৌঁছে গিয়েও অদ্ভুত উদাসীনতা দেখিয়েই আউট হতে হয় তাঁকে। ১৭ রানের বেশি করতে পারেননি ক্যাপ্টেন হরমনপ্রীত। ৯৪/১ থেকে ১২৪/৪ হয়ে যায় ভারতের ইনিংস।

এরপরেই ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন জেমাইমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মা। তাঁদের ৮০ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায়। পঞ্চাশ রানের দোরগোড়ায় থাকা জেমাইমা স্কুপ মারতে গিয়ে আউট হন ৪৮ রানে। অন্যদিকে, দীপ্তি কিন্তু থামেননি। ওয়ানডে কেরিয়ারে ১৪তম হাফসেঞ্চুরি করে ভারতের জয় নিশ্চিত করেন দীপ্তি। ৬৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং একটি ছক্কা দিয়ে। শেষের দিকে রিচা ঘোষ (১০) ব্যর্থ হলেও ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন অমনজ্যোত। ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয় দীপ্তি শর্মাকে। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুর্দান্ত ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
  • ইতিমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে তারা।
  • এবার সেই ধারা বজায় রাখতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারাল ভারতীয় মহিলা দল।
Advertisement