সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহকে নিয়ে জটিলতা রয়েই গেল। প্রথমে জানা যাচ্ছিল, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার। কিন্তু সেটা আপাতত হচ্ছে না বলেই খবর। বুমরাহকে নিয়ে এখনই ঝুঁকি নেওয়া সম্ভব নয়। একই পরিস্থিতি আকাশ দীপ ও ময়ঙ্ক যাদবের।
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। তবে আগের থেকে অনেকটাই ফিট তিনি। বলও করা শুরু করেছেন। কিন্তু বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে এখনও আগের ছন্দে ফেরেননি বুমরাহ। ধীরে ধীরে তাঁর পরিশ্রমের মাত্রা বাড়ানো হচ্ছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বুমরাহকে নিয়ে সাবধানে পা ফেলতে চাইছে।
এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের এক সূত্র বলছেন, "বুমরাহর চোট যথেষ্ট গুরুতর। যাতে আরেকটা স্ট্রেস ফ্যাকচার না হয়, সেই জন্য সাবধান থাকতে হচ্ছে। বুমরাহ নিজেও যথেষ্ট সচেতন। ফলে এখনই বলা সম্ভব নয় যে কবে মাঠে ফিরবেন। তবে আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন। আকাশ দীপের প্রত্যাবর্তনের তারিখ ১০ এপ্রিল মনে করা হচ্ছে।"
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কবে বুমরাহ মাঠে ফিরবেন, সেটা এখনই বলা সম্ভব নয়। আসলে আইপিএলের পরই ইংল্যান্ডে পাঁচটি টেস্ট রয়েছে। সেখানে যাতে বুমরাহ সুস্থ হয়ে নামতে পারেন, সেটা দেখা হচ্ছে। অন্যদিকে লখনউ পেসার ময়ঙ্ক যাদবও চোটের কবলে। তিনিও এপ্রিলের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন বলে খবর।