সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ফের চোটের ভ্রূকুটি। চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা। মরু শহরের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুতরাং, রবিবার কেকেআরের বিরুদ্ধে নামার আগে বিরাট ধাক্কা খেল রাজস্থান শিবির।
গুজরাট টাইটান্স ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। পরে মেডিক্যাল রিপোর্টে জানা যায়, আঙুল ভেঙে গিয়েছে এই ক্রিকেটারের। সেই কারণে বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি। রাজস্থান রয়্যালসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'গত ম্যাচে চোট নিয়েও বোলিং করে দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছেন সন্দীপ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'
উল্লেখ্য, ২৮ এপ্রিল গুজরাট টাইটান্স ম্যাচে চোট পান সন্দীপ। শুভমান গিলের শট হাতে লাগে ৩১ বছরের সন্দীপের। এরপর দ্রুত দলের ফিজিও এসে তাঁর শুশ্রূষাও করেন। এমনকী স্পেলের বাকি আটটি বলও তিনি করেন। তবে, পরবর্তীতে জানা যায় আঙুলে মারাত্মক চোট পেয়েছেন পেসার। সন্দীপের চোট রাজস্থান শিবিরের কাছে বড় ধাক্কা।
চলতি আইপিএলে সন্দীপ শর্মা ১০ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। তিনি ছিটকে যাওয়ায় আকাশ মাধওয়ালের উপর এখন দায়িত্ব বাড়তে চলছে। উল্লেখ্য, সন্দীপ শর্মাকে ৪ কোটি টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সব মিলিয়ে ১৩৭ ম্যাচে ১৪৬ উইকেট পেয়েছেন তিনি। যদিও ১১ ম্যাচে মাত্র তিনটিতে জিতে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। প্লে অফের লড়াইয়েও ছিটকে গিয়েছে গোলাপি বাহিনী।
