shono
Advertisement
IPL 2025

আইপিএল শুরু হলে ভারতে ফিরবেন অজি ক্রিকেটাররা? অস্ট্রেলিয়া বোর্ডের বক্তব্যে বাড়ল বিভ্রান্তি!

কী জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া?
Published By: Arpan DasPosted: 09:28 AM May 13, 2025Updated: 09:28 AM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ স্থগিত থাকার পর ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। বিসিসিআই থেকে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে, বিদেশিদের ডেকে নিতে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটারদের কি এবারের আইপিএলে দেখা যাবে? ক্রিকেট অস্ট্রেলিয়া যে অবস্থান নিয়েছে, তাতে বিভ্রান্তি আরও বাড়ল।

Advertisement

আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১১ জুন থেকে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অজি অধিনায়ক প্যাট কামিংস, মিচেল স্টার্ক কিংবা ট্র্যাভিস হেডরা আইপিএলের বিভিন্ন দলে রয়েছেন। এর মধ্যে অজি পেসার মিচেল স্টার্ক দিল্লির বোলিংয়ের মূল শক্তি। যারা প্লে অফের দৌড়ে রয়েছে। হ্যাজেলউড বেঙ্গালুরুর হয়ে খেললেও তাঁর চোট রয়েছে। আইপিএলের ফাইনাল ৩ জুন। অর্থাৎ, ফাইনালে খেললে কোনও অস্ট্রেলিয়ান প্লেয়ার মাত্র সাতদিন সময় পাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।

অতীতেও দেখা গিয়েছে, আন্তর্জাতিক ম্যাচকেই বেশি প্রাধান্য দেয় অস্ট্রেলিয়া। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ভারতীয় বোর্ডের অবস্থান যথেষ্ট কঠোর। আবার যুদ্ধের আবহে পরিস্থিতি জটিল। এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া বল ঠেলে দিয়েছে প্লেয়ারদের কোর্টে। তাদের বক্তব্য, "প্লেয়াররা ভারতে ফিরবেন কি না, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়া সেটাকে সমর্থন করবে। যাঁরা আইপিএল খেলতে চাইবেন, তাঁদের জন্য টিম ম্যানেজমেন্ট সেভাবে প্রস্তুতি নেবে। নিরাপত্তা বিষয়ক ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।"

তাছাড়াও ইংল্যান্ডে যাওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতেও চাইছেন তাঁরা। অন্যদিকে, মে মাসের শেষে রয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। পর্যাপ্ত বিশ্রামের কথাটাও মাথায় রাখছেন তাঁরা। এর আগে নিরাপত্তার যুক্তিতে অজি ক্রিকেটারদের ভারতে ফেরা নিয়ে সংশয় ছিল। এবার জুড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক সপ্তাহ স্থগিত থাকার পর ১৭ মে থেকে ফের শুরু হচ্ছে।
  • বোর্ড থেকে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে, বিদেশিদের ডেকে নিতে।
  • ক্রিকেট অস্ট্রেলিয়া যে অবস্থান নিয়েছে, তাতে বিভ্রান্তি আরও বাড়ল।
Advertisement