shono
Advertisement
IPL 2025

রোবট কুকুরের নাম 'চুরি' করেছে বোর্ড! 'চম্পক' বিতর্কে বিরাটের উদাহরণ টানল আদালত

চার সপ্তাহের মধ্যে বোর্ডকে লিখিত উত্তর দেওয়ার নির্দেশ দিল্লি হাই কোর্টের।
Published By: Arpan DasPosted: 04:02 PM Apr 30, 2025Updated: 04:57 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'চম্পক' কার? আইপিএলের মঞ্চ মাতিয়ে তুলেছে রোবট কুকুর। প্রতি ম্যাচেই মাঠে বা মাঠের বাইরে ঘুরঘুর করছে সে। কিন্তু 'চম্পক' নামটি নিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল ওই নামেরই একটি পত্রিকা। যে প্রসঙ্গে বিরাট কোহলির নাম টেনে উত্তর দিল দিল্লি হাই কোর্ট।

Advertisement

আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছে 'চম্পক' নামের এই চারপেয়েটি। রোবট কুকুরটি ক্রিকেটারদের সঙ্গে প্র্যাকটিস সেশনে অংশ নিয়েছে। টসের সময় কয়েন নিয়ে এগিয়ে আসছে। শরীরে ক্যামেরা লাগানো। ক্রিকেটারদের সঙ্গে হাতও মিলিয়েছে সে। এমনকী ধোনি-হার্দিকরা তাকে 'আদর'ও করে দিয়েছে। কিন্তু এই 'চম্পক'কে নিয়েই দিল্লি হাই কোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই নামেরই একটি পত্রিকা।

তাদের বক্তব্য, 'চম্পক' নামটি ব্যবহার করে বোর্ড পত্রিকার নামের কপিরাইট লঙ্ঘন করেছে। পত্রিকার উকিল অমিত গুপ্তর বক্তব্য, একই নাম ব্যবহার করে আর্থিকভাবেও ক্ষতি করা হচ্ছে। যার পালটা জবাবে বিসিসিআইয়ের উকিল জে সাই দীপক যুক্তি দেন, এটি একটি ফুলের নাম। তাছাড়া এই নামটি বেছে নেওয়া হয়েছে দর্শকদের ভোটের মাধ্যমে। যে কারণে আইপিএল শুরু হয়ে যাওয়ার প্রায় একমাস পর এর নামকরণ করা হয়।

বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বোর্ডকে নির্দেশ নিয়েছে চার সপ্তাহের মধ্যে লিখিত উত্তর জমা দিতে। পরবর্তী শুনানি ৯ জুলাই। তবে বিচার প্রক্রিয়া চলাকালীন বিচারপতি বন্দ্যোপাধ্যায় আচমকাই বিরাট কোহলির নাম উত্থাপন করেন। তাঁর মন্তব্য, বিরাট কোহলির ডাকনাম 'চিকু', ওই একই নামে 'চম্পক' পত্রিকার একটি চরিত্র আছে। তাহলে কোহলির ডাকনাম নিয়েও কি প্রশ্ন তুলবে 'চম্পক' পত্রিকা? তাতে আবার পত্রিকার তরফ থেকে যুক্তি, 'চিকু' নামে যদি কোনও পণ্য পেশ করা হয়, তাহলে সেটা আর্থিক শোষণ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'চম্পক' কার? আইপিএলের মঞ্চ মাতিয়ে তুলেছে রোবট কুকুর। প্রতি ম্যাচেই মাঠে বা মাঠের বাইরে ঘুরঘুর করছে সে।
  • কিন্তু 'চম্পক' নামটি নিয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল ওই নামেরই একটি পত্রিকা।
  • যে প্রসঙ্গে বিরাট কোহলির নাম টেনে উত্তর দিল দিল্লি হাই কোর্ট।
Advertisement