সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ দিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হচ্ছে আইপিএল। আগামী ১৭মে থেকে আবার শুরু হবে মেগা টুর্নামেন্ট। কিন্তু এখনও জানা যায়নি, আইপিএলের প্লে অফ এবং ফাইনাল খেলা হবে কোন মাঠে? ভারত-পাক সংঘাতের আগে যে সূচি ঘোষণা হয়েছিল, সেখানে ইডেন গার্ডেন্স এবং রাজীব গান্ধী স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কথায় খেলা হবে? চলছে জল্পনা।
সীমান্ত সংঘর্ষের জন্য এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছিল আইপিএল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আর ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। সোমবার ভারতীয় বোর্ডের তরফ থেকে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়, ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। সেই তালিকায় নেই ইডেন। যে ছ’টা শহরে ম্যাচ দেওয়া হয়েছে, সেগুলো যথাক্রমে-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই আর আমেদাবাদ। যার অর্থ এবারের আইপিএলের কোয়ালিফায়ার আর ফাইনাল কোনওটাই হচ্ছে না ইডেনে।
তাহলে কোথায় হবে আইপিএল প্লে অফ? জল্পনায় উঠে আসছে আহমেদাবাদের নাম। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল রয়েছে। সেই ম্যাচ হয়তো খেলা হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএলের যেমন প্রথা, সেই অনুযায়ী ফাইনালের মাঠেই খেলা হয় দ্বিতীয় কোয়ালিফায়ার। জল্পনা সত্যি হলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হতে পারে।
প্লে অফের আরেকটি ভেন্যু হিসাবে উঠে আসছে মুম্বইয়ের নাম। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর খেলা হতে পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২৯ এবং ৩০ মে'র ম্যাচ হতে পারে মুম্বইয়ে। তবে কলকাতায় আর আইপিএল ফিরছে না, এমনটাই জল্পনা। সেই নিয়ে ক্রিকেটপ্রেমীরা তোপ দেগেছেন বিসিসিআইকে। সীমান্তের কাছাকাছি থাকা জয়পুরে আইপিএল হলে বহুদূরে থাকা কলকাতায় কেন ম্যাচ হবে না? প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
