সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আত্মপ্রকাশ করেছিল তাঁর হাত ধরেই। কিন্তু তিনি মালিক হিসাবে আরসিবিকে চ্যাম্পিয়ন (RCB Wins IPL 2025) করতে পারেননি। ১৮ বছরের অপেক্ষা শেষে বিরাট কোহলির দল যখন ট্রফি জিতছেন, তখন আবেগে ভেসে গিয়েছেন তিনি-বিজয় মালিয়া। ব্রিটেনে গাঢাকা দিয়ে থাকলেও আরসিবির জয়ে শামিল হলেন তিনি। তবে এই পোস্টের পর নেটিজেনরা মালিয়াকে খোঁচা দিতে ছাড়েননি।
পাঞ্জাব কিংসকে হারিয়ে মঙ্গলবার রাতে আইপিএল জিতেছে (IPL 2025 Winner) আরসিবি। তারপরেই এক্স হ্যান্ডেলে দু'টি পোস্ট করেন মালিয়া। সেখানে লেখেন, '১৮ বছর পর অবশেষে আইপিএল জিতেছে আরসিবি। গোটা মরশুম জুড়েই দারুণ খেলেছে দল। কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে দারুণ ভারসাম্য ছিল দলে। ই সালা কাপ নামদে! অনেক শুভেচ্ছা গোটা দলকে।'
দ্বিতীয় পোস্টে আরও আবেগঘন বার্তা দেন ঋণখেলাপি ব্যবসায়ী। মালিয়ার কথায়, 'যখন আরসিবি তৈরি করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল, আইপিএল ট্রফি বেঙ্গালুরুতে আসুক। কিং কোহলির মতো কিংবদন্তিকে যুব ক্রিকেটার হিসাবে দলে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। গত ১৮ বছর ধরে তিনি আরসিবিতে রয়েছেন, এটা অসাধারণ। ইউনিভার্স বস ক্রিস গেইল, মিস্টার ৩৬০ এবি ডি'ভিলিয়ার্সকেও আরসিবিতে এনেছিলাম। তাঁরা আজও দলের অবিচ্ছেদ্য অঙ্গ। অবশেষে আইপিএল এল বেঙ্গালুরুতে। আমার এতদিনের স্বপ্ন সফল করার জন্য সকলকে অনেক ধন্যবাদ।'
তবে এই পোস্ট করার পরে মালিয়াকে কটাক্ষ করতে ভোলেননি নেটিজেনরা। অনেকের কথায়, 'মালিয়া ই সালা ভারত আজা' অর্থাৎ এবছর ভারতে চলে এস। আবার কেউ বা বলেছেন, মালিয়ার স্বপ্ন তো পূরণ হল। এবার সিবিয়াইয়ের স্বপ্ন পূরণ করে দেশে ফিরুন ঋণখেলাপি। কারোওর মতে, মালিয়া ভারতে ফিরুন, আরসিবির জয় উদযাপন করবেন। অনেকে আবেদন জানিয়েছেন, এবার অন্তত আমজনতার টাকা ফিরিয়ে দিন মালিয়া। দিনকয়েক আগে মালিয়া দাবি করেছিলেন, বকেয়া ঋণের কয়েক গুণ তাঁর থেকে উসুল করে নিয়েছে ব্যাঙ্কগুলি।
