রাজর্ষি গঙ্গোপাধ্যায়: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে এখনও বুঁদ ভারতবাসী। এদিকে বেজে উঠেছে আইপিএলের দামামাও। ২২ মার্চ শুরু আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কবে শহরে পা রাখছেন নাইটরা?
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। এবারের নিলাম থেকে ঢেলে দল সাজিয়েছে শাহরুখ খানের দল। গতবারের অভিজ্ঞ মুখ যেমন আছে, তেমনই আছেন নতুন তারকারা। অনেকে আবার ব্যস্ত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে শহরে ঢুকে পড়ছে কেকেআরের ভারতীয় প্লেয়াররা। অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ভেঙ্কটেশ আইয়ার, সবাই চলে আসছেন।
তবে কিছুদিন পর ঢুকবেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী তারকারা। ভারতীয় দলের সঙ্গে ছিলেন দুই নাইট বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। তাঁরা শহরে ঢুকবেন ১৭ মার্চ। তবে তাঁদের আগেই শহরে ঢুকবেন বিদেশি ক্রিকেটাররা। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন সহ বিদেশি প্লেয়াররা ঢুকছেন ১২ মার্চ।
তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবার বিশাল সম্বর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না ভারতীয় দলকে। প্রত্যেক ক্রিকেটার নিজেদের মতো ফিরবেন বিভিন্ন শহরে। মাঝে কিছুদিনের বিরতি নিয়ে তাঁরা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোতে যুক্ত হবেন। মুম্বই ইন্ডিয়ান্স বা সানরাইজার্স হায়দরাবাদের মতো দল ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে সেখানে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া বা মহম্মদ শামির মতো ক্রিকেটাররা এখনও যুক্ত হতে পারেননি। অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীর সোমবারই দিল্লিতে ফিরবেন বলে খবর।
