shono
Advertisement
Kolkata Knight Riders

খেতাব ধরে রাখতে পারবে শ্রেয়স-গম্ভীরহীন কেকেআর?একনজরে নাইটদের শক্তি-দুর্বলতা

গতবার ভালো পারফর্ম করা একাধিক নাইট তারকা এবার অন্য দলে।
Published By: Subhajit MandalPosted: 04:53 PM Mar 20, 2025Updated: 04:53 PM Mar 20, 2025

আইপিএলের (IPL 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। মহা নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

আইপিএলের ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কেকেআর। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্ব এবং মেন্টর গৌতম গম্ভীরের মগজাস্ত্রে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছে নাইটরা। এবছর সেই শ্রেয়সও নেই, গম্ভীরও নেই। মেন্টর হিসাবে এসেছেন ব্র্যাভো, অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে। নতুন জুটির কাছে চ্যালেঞ্জ অনেক। তবে স্বস্তি হল, গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ সদস্য এবারও খেলবেন নাইট জার্সিতে।

স্কোয়াড: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, কুইন্টন ডি'কক, রহমানুল্লা গুরবাজ, অঙ্ককৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, লভনিত সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, আনরিখ নখিয়া, বৈভব অরোরা, ময়ঙ্ক মার্কন্ডে, স্পেনসার জনসন, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া।

শক্তি: কেকেআরের সবচেয়ে বড় শক্তি গতবারের চ্যাম্পিয়ন দলের অধিকাংশ তারকাকে ধরে রাখা। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা কেকেআরের আবেগের সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে নাড়ির যোগ অনুভব করেন। ফলে অধিনায়ক বদলালেও আগের মরশুমের মতো এই মরশুমেও টিমগেম বড় শক্তি হতে পারে নাইটদের। খাতায় কলমে কেকেআরের ব্যাটিং বিভাগ শক্তিশালী। বিশেষ করে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংয়ের মতো তিন ফিনিশার যে কোনও ম্যাচের মোড় ঘোরাতে পারেন। তাছাড়া স্পিন বিভাগে নাইটরা টুর্নামেন্টের অন্য সব দলের থেকেই এগিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা বরুণ চক্রবর্তী এবং এভারগ্রিন সুনীল নারিনের ৮ ওভার, নাইটদের বড় অস্ত্র। সেই সঙ্গে প্রয়োজনে অনুকূল রায়ের বাঁহাতি স্পিন এবং ময়ঙ্ক মার্কান্ডের লেগ স্পিনও ব্যবহার করতে পারে কেকেআর।

দুর্বলতা: কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতা অবশ্যই গৌতম গম্ভীর এবং শ্রেয়স আইয়ারের না থাকা। অধিনায়ক হিসাবে অজিঙ্ক রাহানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু ব্যাটার রাহানে আইপিএলে কতটা ভালো পারফর্ম করতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। অতীতে এই নাইট জার্সিতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রাহানে। ব্যাট হাতে ভালো খেলতে না পারলে রাহানের অধিনায়কত্বেও প্রভাব পড়বে। ফলে নাইটদের গোটা মরশুম নির্ভর করছে রাহানের ব্যাটিংয়ের উপর। এর বাইরে কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতা অনভিজ্ঞ পেস বিভাগ। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে বোলিং বিভাগে যাঁর নেতৃত্ব দেওয়ার কথা সেই আনরিখ নখিয়ার ফর্ম এবং ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। এর বাইরে নাইটদের পেস বিভাগ বেশ অনভিজ্ঞ। হর্ষিত রানার উপর অনেকটা নির্ভর করতে হবে নাইটদের। আরও একটা জায়গায় প্রশ্ন রয়েছে কেকেআরের। সেটা হল ওপেনিং। গত মরশুমে সুনীল নারিন এবং ফিল সল্ট যে কাজটা করে দিয়েছেন, সেটার পুনরাবৃত্তি আদৌ সম্ভব তো?

সম্ভাব্য সেরা একাদশ:

সুনীল নারিন
কুইন্টন ডি'কক
অজিঙ্ক রাহানে (অধিনায়ক)
ভেঙ্কটেশ আইয়ার
রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
রমণদীপ সিং
হর্ষিত রানা
আনরিখ নখিয়া
বৈভব অরোরা
বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী/লভনিত সিসোদিয়া/ মণীশ পাণ্ডে/অনুকূল রায়

এক্স ফ্যাক্টর: সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা যে দলে রয়েছেন সে দলে এক্স ফ্যাক্টর আলাদা করে খোঁজার দরকার পড়ে না। তবু নাইট শিবিরের একজনের কথা আলাদা করে বলতে হয়। তিনি বরুণ চক্রবর্তী। কার্যত একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।

সম্ভাবনা: গতবারের তুলনায় এ বছর কলকাতা নাইট রাইডার্স যে অনেকটাই দুর্বল হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। শ্রেয়স, সল্ট, স্টার্কদের মতো তারকাদের পরিবর্ত খুঁজে বের করাটা সত্যিই কঠিন। কিন্তু ৩ মহাতারকাকে হারানোর পরও কেকেআর যথেষ্ট শক্তিশালী। বড় কোনও অঘটন না ঘটলে এ বারও প্রথম চারে খেলা উচিত নাইটদের। তবে সবটাই নির্ভর করছে রাহানের অধিনায়কত্বের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কেকেআর।
  • গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্ব এবং মেন্টর গৌতম গম্ভীরের মগজাস্ত্রে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছে নাইটরা।
  • মেন্টর হিসাবে এসেছেন ব্র্যাভো, অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে।
Advertisement