shono
Advertisement
LSG

'যেন পাঞ্জাবের কিউরেটর পিচ বানিয়েছে', ঘরের মাঠে হেরে বিতর্ক বাড়ালেন লখনউ মেন্টর জাহির খান

পিচ বিতর্কে শামিল লখনউয়ের মেন্টরও।
Published By: Arpan DasPosted: 10:38 AM Apr 02, 2025Updated: 10:38 AM Apr 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে পিচ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। শুরুটা হয়েছিল ইডেনে কেকেআরের ম্যাচ থেকে। ওদিকে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও চিপকের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার তাতে শামিল এলএসজি মেন্টর জাহির খানও। ম্যাচ হেরে তিনি যা বললেন তার সারবত্তা, যেন পাঞ্জাবের কিউরেটর পিচ বানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার আইপিএলে লখনউয়ের প্রথম ঘরের ম্যাচ ছিল। সেখানে ৮ উইকেটে ম্যাচ জেতে পাঞ্জাব। হাফসেঞ্চুরি করে যান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। অথচ প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলতে কালঘাম ছুটে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের।

ম্যাচের পর জাহির খান বলেন, "নিজেদের হোম ম্যাচ ভাবতে একটু হতাশই লাগছে। আইপিএলে আমরা দেখেছি দলগুলো কীভাবে হোম ম্যাচের সুবিধা পায়। সেই দিক থেকে মনে হচ্ছে, এখানের কিউরেটর হোম ম্যাচ বলে মনেই করেননি। যেন পাঞ্জাবের কিউরেটরের হাতে দায়িত্ব ছিল। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে।" এমনকী লখনউ অধিনায়ক ঋষভ পন্থও বলেছেন, পিচের চরিত্র ঠিক বুঝতে পারেননি।

তিনি অবশ্য এই ম্যাচেও রান পেলেন না। ৫ বল খেলে ২ রানে আউট হন ২৭ কোটির ক্রিকেটার। সেই প্রসঙ্গেও মুখ খুললেন জাহির খান। লখনউ মেন্টরের বক্তব্য, "ও আমাদের অধিনায়ক। একটা না একটা পথ তো খুঁজতেই হবে। সকলেরই ওকে নিয়ে প্রত্যাশা আছে। অধিনায়ক হিসেবে ভালো কাজ করছে। আমার বিশ্বাস, প্লেয়ার হিসেবেও পন্থ একই রকম অবদান রাখবে।" সেই দিনটা যত দ্রুত আসে, ততই লখনউয়ের জন্য মঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে পিচ বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। শুরুটা হয়েছিল ইডেনে কেকেআরের ম্যাচ থেকে।
  • ওদিকে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও চিপকের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
  • এবার তাতে শামিল এলএসজি মেন্টর জাহির খানও।
Advertisement