shono
Advertisement
IPL 2025

১৪-র বৈভবের পর ১৭-র আয়ুষ, আইপিএলেই তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেটের 'ভবিষ্যৎ'!

অনূর্ধ্ব-১৯ দলেও একসঙ্গে খেলেন দুজন। 
Published By: Arpan DasPosted: 05:33 PM May 04, 2025Updated: 05:33 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ১৪-র বৈভবের ব্যাটে রেকর্ডের ফুলঝুরি। আবার চেন্নাই সুপার কিংসের ১৭ বছরের আয়ুষ মাত্রেই বা কম যায় কীসে? শনিবার সিএসকে হয়তো বেঙ্গালুরুকে হারাতে পারেনি। কিন্তু ৯৪ রান করে চর্চায় আরেক কিশোর প্রতিভা আয়ুষ। তারপরই নেটদুনিয়ায় প্রশ্ন, আইপিএলেই কি তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকারা?

Advertisement

২১৪ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে'কে আদর্শ মঞ্চ করে দিয়েছিল আয়ুষ। ৪৮ বলে ৯৮ রান করে আউট হয় মুম্বইকর ক্রিকেটার। ৯টি চারের পাশাপাশি মারে ৫টি ছয়। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। অবশ্য এর আগে অভিষেকে ১৫ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আয়ুষ। রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় মুম্বইকর ব্যাটারকে দলে নেয় চেন্নাই। আর সেই 'বদলি' ক্রিকেটারই ঝড় তুলে দিল আইপিএলে। ঘটনা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলেও একসঙ্গে খেলেন দুজনে। 

আয়ুষের ইনিংস দেখে মুগ্ধ ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ১৭-র কিশোরের ঝড় দেখে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, 'সাহসিকতার আগুনে ভরা একটা ইনিংস। এরাই ভবিষ্যৎ। নামটা মনে রাখবেন।' আসলে আয়ুষকে খুব কাছ থেকে দেখেছেন সূর্য। এর আগে বলেছিলেন, "ও অনুশীলনে সবার আগে আসে। সবার পরে যায়। শুধু ওকে একটাই পরামর্শ দেওয়ার, খেলাটার প্রতি সৎ থাকো আর উপভোগ করো।"

আয়ুষের প্রশংসায় পঞ্চমুখ মহেন্দ্র সিং ধোনিও। এমনকী কিশোর প্রতিভাকে 'চ্যাম্পিয়ন' বলেও সম্বোধন করেন তিনি। ধোনির মুখে প্রশংসা শুনে বাক্যহারা আয়ুষ নিজেও। সে বলছে, "ধোনি আমাকে চ্যাম্পিয়ন বলছে। আমি জানি না, উত্তরে কী বলব?" আশা করাই যায়, ধোনির প্রশংসার উত্তর ব্যাট দিয়েই দেবে 'চ্যাম্পিয়ন' আয়ুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২১৩ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে'কে আদর্শ মঞ্চ করে দিয়েছিল আয়ুষ।
  • ৪৮ বলে ৯৮ রান করে আউট হয় মুম্বইকর ক্রিকেটার। ৯টি চারের পাশাপাশি মারে ৫টি ছয়।
  • একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। অবশ্য এর আগে অভিষেকে ১৫ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আয়ুষ।
Advertisement