shono
Advertisement
IPL 2025

রাজস্থানকে হারিয়ে লড়াই জমিয়ে দিল কেকেআর, প্লে অফ যুদ্ধে কোন দল কোথায়?

গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নেট রান রেট।
Published By: Arpan DasPosted: 03:01 PM May 05, 2025Updated: 03:01 PM May 05, 2025

আইপিএল এখন তার বিজনেস এন্ডে ঢুকে পড়েছে। সাতটা টিমের মধ্যে তীব্র লড়াই চলছে চারটে প্লে অফ স্পট নিয়ে। সেই যুদ্ধে কার কী অবস্থা?

Advertisement

রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচ ১১। পয়েন্ট ১৬। নেট রান রেট ০.৪৮২। খেলা বাকি ৩।
পরবর্তী প্রতিপক্ষ: লখনউ, সানরাইজার্স, কেকেআর।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে লিগ টেবলে এক নম্বরে উঠে এসেছে আরসিবি। কিন্তু লিগ টেবিলের প্রথম পাঁচটা টিম যে ভাবে এগোচ্ছে, তাতে সবার পক্ষেই ১৮ বা তার বেশি পয়েন্টে লিগ পর্ব শেষ করা সম্ভব। তাই প্লে অফ নিশ্চিত করতে আরও একটা ম্যাচ জিততে হবে আরসিবিকে। ১৬ পয়েন্টেও প্লে অফ যাওয়া একেবারে অসম্ভব নয়। তবে সেক্ষেত্রে নেট রান রেট ভালো হতে হবে।

পাঞ্জাব কিংস
ম্যাচ ১১। পয়েন্ট ১৫। নেট রান রেট ০.৩৭৬। খেলা বাকি ৩।
পরবর্তী প্রতিপক্ষ: দিল্লি, মুম্বই, রাজস্থান।

রবিবার লখনউকে হারিয়ে লিগ টেবলে দু'নম্বরে উঠে এসেছে পাঞ্জাব। এটা ঘটনা যে, শেষ ছ'টা ম্যাচের মধ্যে মাত্র একটায় হেরেছেন শ্রেয়স আইয়াররা। চারটে জিতেছেন। আর বাকি থাকা একটা ম্যাচ, অর্থাৎ ইডেনে কেকেআরের সঙ্গে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে। পয়েন্টও ভাগাভাগি হয়ে যায়। প্লে অফ নিশ্চিত করতে হলে শেষ তিনটে ম্যাচের মধ্যে দু'টোয় তাদের জিততেই হবে। একটা জিতলেও তারা যেতে পারে প্লে অফে। কিন্তু সেক্ষেত্রে তাদের নেট রান রেট অনেক বেশি থাকতে হবে। আর যদি তারা ১৫ পয়েন্টেই থেকে যায়, তা হলেও আশা শেষ বলার উপায় থাকবে না। তবে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে প্লে অফের টিকিট পেতে ভাগ্যের সাহায্য লাগবে পাঞ্জাবের।

মুম্বই ইন্ডিয়ান্স
ম্যাচ ১১। পয়েন্ট ১৪। নেট রান রেট ১.১৭৪। খেলা বাকি ৩।
পরবর্তী প্রতিপক্ষ: গুজরাট, পাঞ্জাব, দিল্লি।

টানা ছ'ম্যাচ জিতে মুম্বই শুধুমাত্র প্লে অফে ঢুকে পড়ার দৌড়ে জোরালো ভাবে নেই, তারা প্রথম দুইয়ে শেষ করার ব্যাপারেও সমান দাবিদার। মোমেন্টাম হার্দিক পান্ডিয়াদের দিকে। নেট রান রেট এ মুহূর্তে মুম্বইয়েরই সবচেয়ে ভালো। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, শেষ তিনটে ম্যাচের দু'টোই ওয়াংখেড়েতে। মুম্বইয়ের ঘরের মাঠে।

গুজরাট টাইটান্স
ম্যাচ ১০। পয়েন্ট ১৪। নেট রান রেট ০.৮৬৭। খেলা বাকি ৪।
পরবর্তী প্রতিপক্ষ: মুম্বই, দিল্লি, লখনউ, চেন্নাই।

চার ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে পৌঁছে যাওয়া, ভালো নেট রান রেট- সবই শুধুমাত্র টাইটান্সের প্লে অফ যাত্রা নিয়ে ভালো ইঙ্গিত দিচ্ছে না, একই সঙ্গে তারা প্রথম দুইয়ে শেষ করার ব্যাপারেও জোরালো দাবিদার। শুভমান গিলদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, শেষ চারের মধ্যে দু'টো ম্যাচ তাদের ঘরের মাঠে। যেখানে এ বারের আইপিএলে তাদের জয়-পরাজয়ের রেকর্ড ৪-১।

দিল্লি ক্যাপিটালস
ম্যাচ ১০। পয়েন্ট ১২। নেট রান রেট ০.৩৬২। খেলা বাকি ৪।
পরবর্তী প্রতিপক্ষ: সানরাইজার্স, পাঞ্জাব, গুজরাট, মুম্বই।

প্রথম ছ'টা ম্যাচের মধ্যে পাঁচটায় জিতেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু পরের চারটে ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র একটায়। দিল্লির পরের ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে। হায়দরাবাদের ঘরের মাঠে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে এ পর্যন্ত দিল্লির রেকর্ড ভালো। তারা চারটের মধ্যে জিতেছে তিনটেয়। তাই শেষ চারটে ম্যাচের মধ্যে তিনটে অ্যাওয়ে কেন্দ্রে খেলতে তাদের খারাপ লাগবে না। লিগের বাকি টিমের মতো প্লে অফ নিশ্চিত করতে তাদেরও ১৮ পয়েন্ট লাগবে।

কলকাতা নাইট রাইডার্স
ম্যাচ ১১। পয়েন্ট ১১। নেট রান রেট ০.২৪৯। খেলা বাকি ৩।
পরবর্তী প্রতিপক্ষ: চেন্নাই, সানরাইজার্স, আরসিবি।

রাজস্থানের বিরুদ্ধে রবিবার কেকেআরের ১ রানে জয়, অজিঙ্ক রাহানেদের প্লে অফ দৌড়ে রেখে দিল। কিন্তু সব ম্যাচ জিতলে সর্বোচ্চ তারা শেষ করতে পারে ১৭ পয়েন্টে। লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে পাঁচটা টিম ১৮ কিংবা তার বেশি পয়েন্টে লিগ পর্বে শেষ করতে পারে। তাই সব ম্যাচ জিতলেও নাইটদের প্লে অফ নিশ্চিত নয়। বাকি তিন ম্যাচের মধ্যে তিনটে জিতলে সবচেয়ে ভালো। কিন্তু নিদেনপক্ষে দু'টো জিততেই হবে। সেক্ষেত্রেও একটা সুযোগ থাকবে।

লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ ১১। পয়েন্ট ১০। নেট রান রেট (-০.৪৬৯)। খেলা বাকি ৩।
পরবর্তী প্রতিপক্ষ: আরসিবি, গুজরাট, সানরাইজার্স।

রবিবার পাঞ্জাবের কাছে হারলেও প্লে অফ দৌড়ে আছে লখনউ। এখনও ১৬ পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে তাদের সামনে। যদিও কাজটা সহজ হবে না তাদের জন্য, আরসিবি এবং গুজরাট টাইটানের মতো দলের সঙ্গে খেলা বাকি লখনউয়ের। আবার ১৬ পয়েন্টে পৌঁছেও তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। আর নেট রান রেটের বিচারে বিশেষ ভালো জায়গায় নেই লখনউ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল এখন তার বিজনেস এন্ডে ঢুকে পড়েছে।
  • আটটা টিমের মধ্যে তীব্র লড়াই চলছে চারটে প্লে অফ স্পট নিয়ে।
  • লিগ টেবিলের প্রথম পাঁচটা টিম যে ভাবে এগোচ্ছে, তাতে সবার পক্ষেই ১৮ বা তার বেশি পয়েন্টে লিগ পর্ব শেষ করা সম্ভব।
Advertisement