shono
Advertisement
IPL 2025

যত কাণ্ড রাজস্থানে, কোচের সঙ্গে ঝামেলা! চোটে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পথে সঞ্জু?

ঝামেলা প্রসঙ্গে মুখ খুললেন কোচ দ্রাবিড়ও।
Published By: Arpan DasPosted: 10:02 PM Apr 18, 2025Updated: 10:02 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না রাজস্থান রয়্যালসের। লিগ টেবিলে তারা পড়ে আছে অষ্টম স্থানে। ৭ ম্যাচে পয়েন্ট মাত্র ৪। গুঞ্জন চলছে সঞ্জু-দ্রাবিড় ঝামেলা নিয়ে। এর মধ্যে চাপ আরও বাড়তে পারে রাজস্থানের জন্য। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যেতে পারেন সঞ্জু স্যামসন।

Advertisement

মরশুমের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারেননি সঞ্জু। তখন ছিল আঙুলের চোট। নেতৃত্ব দিয়েছিলেন রিয়ান পরাগ। সেখান থেকে মাত্র একটি ম্যাচে জয় এসেছিল। সঞ্জু ফিরলেও ফলাফল খুব একটা বদলায়নি। ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে তাদের। এর মধ্যে সমস্যা আরও বাড়ল। প্রথমত, সঞ্জুর চোট। দ্বিতীয়ত, দ্রাবিড়ের সঙ্গে তাঁর ঝামেলার খবর।

বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে সরাসরি তাঁর বুকে এসে বল লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। আর ব্যাটও করতে পারেননি। পরে অবশ্য বলেছিলেন, "এখন সব ঠিক আছে। দেখা যাক, কাল কী দাঁড়ায়।" তবে এখন মনে করা হচ্ছে, আইপিএল থেকে ছিটকে যেতে পারেন রাজস্থান অধিনায়ক। সূত্রের খবর, "সঞ্জুর স্ক্যান হয়েছে। রিপোর্টে কী আসে, তার উপর ও খেলতে পারবে কি না নির্ভর করছে।"

এর মধ্যে চর্চায় এসেছে সঞ্জু-দ্রাবিড় ঝামেলা। দিল্লির বিরুদ্ধে সুপার ওভারের ম্যাচের সময় দেখা যায়, দুজনে কথা বলছেন না। এমনকী গোটা দল যখন আলোচনায় ব্যস্ত, তখন সঞ্জুকে কার্যত দলছুট হয়ে ঘুরতে দেখা যায়। যদিও লখনউ ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে এসে বলেন, "আমি জানি না, কীভাবে এই ধরনের খবর আসছে। আমাদের দুজনে এক পরিস্থিতিতেই আছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না রাজস্থান রয়্যালসের। লিগ টেবিলে তারা পড়ে আছে অষ্টম স্থানে।
  • ৭ ম্যাচে পয়েন্ট মাত্র ৪। গুঞ্জন চলছে সঞ্জু-দ্রাবিড় ঝামেলা নিয়ে।
  • এর মধ্যে চাপ আরও বাড়তে পারে রাজস্থানের জন্য। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যেতে পারেন সঞ্জু স্যামসন।
Advertisement