shono
Advertisement
Vaibhav Suryavanshi

সেঞ্চুরির পর ফ্যানদের থেকে ৫০০ মিসড কল, ফোন বন্ধ ৪ দিন! দ্রাবিড়কে 'সাধনা'র গল্প শোনাল বৈভব

দ্রাবিড়ের পা ছুঁয়ে প্রণাম বৈভবের। আশীর্বাদ করে কী বললেন রাজস্থান কোচ?
Published By: Arpan DasPosted: 02:32 PM May 21, 2025Updated: 02:32 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারা বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর। তারপর বহু মানুষ ফোন করে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বৈভবকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। রাজস্থানের মরশুম শেষে কোচ দ্রাবিড়কে 'সাধনার' গল্প শোনাল বৈভব।

Advertisement

এবারের আইপিএলে ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। শেষ ম্যাচেও ৩৩ বলে ৫৭ রান করে। বৈভবই একমাত্র প্লেয়ার যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এক মরশুমে দুটি হাফসেঞ্চুরি করেছে। তবে সে প্রচারের আলোয় উঠে আসে গুজরাটের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে। স্বাভাবিকভাবেই প্রচারের আলোয় মাথা ঘুরে যাওয়ার কথা। কিন্তু সেই বিষয়ে এই বয়সেই সচেতন বৈভব।

কীভাবে? রাজস্থানের মরশুম শেষে কোচ দ্রাবিড়ের সঙ্গে আলাপচারিতায় বৈভব শোনাল সেই গল্প। সে বলে, "আমার কাছে ৫০০-র বেশি মিসড কল এসেছিল। কিন্তু আমি ফোন বন্ধ করে রেখেছিলাম। সেঞ্চুরির পর অনেকেই আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। আমি সেটা চাইনি। আমি দু-চার দিন ফোন অফ করে রেখেছিলাম। বেশি লোকের সঙ্গে মেলামেশা করতে আমার ভালো লাগে না। পরিবার আর কিছু বন্ধু, আমার জন্য যথেষ্ট।"

এবছর প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান। তবে বৈভব এরপর অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। তার আগে পরামর্শ দিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' বলেন, "আরও ভালো করে প্রস্তুতি নাও। উন্নতির রাস্তা ছেড়ো না। নতুন স্কিল আবিষ্কার করো। পরের বছর যেন আরও ভালো খেলতে পারো।" কথার মাঝেই দ্রাবিড়কে প্রণাম করে বৈভব। তার আরও বক্তব্য, "এবার আমাকে আরও মনোযোগী হতে হবে। দলের ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন তারা বৈভব সূর্যবংশী। আইপিএলে সেঞ্চুরি করে চর্চায় উঠে এসেছে ১৪ বছরের কিশোর।
  • তারপর বহু মানুষ ফোন করে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন বৈভবকে।
  • কিন্তু সেটা সম্ভব হয়নি। রাজস্থানের মরশুম শেষে কোচ দ্রাবিড়কে 'সাধনার' গল্প শোনাল বৈভব।
Advertisement