shono
Advertisement
IPL 2025 Suspended

আশঙ্কাই সত্যি, ভারত-পাক যুদ্ধ জিগিরে স্থগিত আইপিএল!

সব পক্ষের মতামতের পরই সরকারি ঘোষণা।
Published By: Subhajit MandalPosted: 12:18 PM May 09, 2025Updated: 02:45 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি, ভারত-পাক যুদ্ধ জিগিরে স্থগিত আইপিএল (IPL 2025 Suspended)। কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আসলে যুদ্ধ পরিস্থিতি ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে মেগা টুর্নামেন্ট চালানো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছিল।

Advertisement

বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। কিন্তু লাগাতার পাকিস্তানের হামলার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। একে একে নিভে যায় স্টেডিয়ামের আলো। এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। দর্শক এবং আইপিএল কর্মকর্তাদের স্টেডিয়াম থেকে দ্রুত ফিরে যেতে বলা হয়। এরপরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই ঠিক করা হয় আপাতত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হবে।

সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রস্ত বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে বলে খবর। আইপিএলের বাদবাকি অংশ কবে কীভাবে আয়োজন করা হবে, বা আদৌ হবে কিনা সেসব স্পষ্ট করা হবে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর। আপাতত বোর্ড সব পক্ষের সঙ্গে আলোচনা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement