shono
Advertisement
IPL 2025 Opening Ceremony

অরিজিতের সুরের জাদু, মঞ্চ মাতাবে বরুণ-শ্রদ্ধা জুটি! ইডেনে আইপিএলের উদ্বোধনে আর কী চমক?

ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর ও আরসিবি।
Published By: Arpan DasPosted: 01:38 PM Mar 17, 2025Updated: 04:09 PM Mar 17, 2025

স্টাফ রিপোর্টার: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের। ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর ও আরসিবি। ইডেনে বিরাট-যুদ্ধ নিয়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই আগ্রহ রয়েছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 Opening Ceremony) নিয়েও। কারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে?

Advertisement

ম্যাচের আগেই জমকালো অনুষ্ঠান হবে। যা শোনা গেল, তাতে বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন। মঞ্চ মাতাতে আর কী চাই! দাঁড়ান, এখানেই শেষ নয়। থাকছেন অরিজিৎ সিংও। এর আগেও আইপিএলের অনুষ্ঠানে পারফর্ম করেছেন অরিজিৎ। এবারও বাংলার ছেলের সুরের জাদুতে মাতোয়ারা হতে তৈরি ইডেন।

তবে বোর্ডের আরও বেশ কিছু ভাবনা রয়েছে। পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। আর দিন দু'য়েকের মধ্যে পুরো ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে বলেই বোর্ড সূত্রের খবর। বরুণ, শ্রদ্ধা, অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েজন তারকারা পারফর্ম করবেন। সেটা কারা, তা সময়ই বলবে। তবে সব মিলিয়ে এক জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চলেছে ইডেন, সেটা বলাই যায়।

স্বয়ং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও কলকাতার জনতাকে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলছেন। জানা যাচ্ছে, মোটামুটি আধ ঘণ্টার অনুষ্ঠান হতে পারে। আর তারপর তো ক্রিকেট-যুদ্ধ রইলই। একদিকে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, অন্যদিকে অধরা আইপিএল খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট-বিনোদনও সঙ্গী হতে পারে ভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের।
  • ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর বনাম আরসিবি।
  • ইডেনে বিরাট-যুদ্ধ নিয়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনই আগ্রহ রয়েছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও।
Advertisement