shono
Advertisement
Virat Kohli

আর ছোলে-ভাটুরে নিয়ে কথা নয়! আইপিএল শুরুর আগে কার উপর রেগে আগুন কোহলি?

কোহলি চান, শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলা নিয়ে চর্চা হোক।
Published By: Arpan DasPosted: 02:50 PM Mar 16, 2025Updated: 02:50 PM Mar 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট দুনিয়ার অন্যতম ফিট ক্রিকেটার বলে পরিচিত তিনি। বিরাট কোহলির নিয়মনিষ্ঠা, খাবার নিয়ে শৃঙ্খলার কথা প্রায় সকলেই জানে। কিন্তু সর্বক্ষণ কি এই নিয়েই আলোচনা চলবে? ক্রিকেট নিয়ে আলোচনাতেও তিনি এখন ছোলে-বাটুরে মুখে তোলেন কি না, সেই প্রশ্ন কেন উঠবে? সম্প্রচারকারী চ্যানেলগুলোর উপর এই নিয়ে খাপ্পা কোহলি!

Advertisement

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। তারপরই বেজে গিয়েছে আইপিএলের দামামা। আগামী দুমাস ক্রিকেট জ্বরে কাঁপবে গোটা দেশ। কিন্তু কোহলি চান, শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলা নিয়ে চর্চা হোক। সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ভারতকে ক্রীড়াভিত্তিক দেশ তৈরি করার কথা ভাবছি। এটাই আমাদের লক্ষ্য। আর খেলার সঙ্গে যারা জড়িত আছেন, এটা তাদের প্রত্যেকের দায়িত্ব। শুধু পরিকাঠামো বা টাকা বিনিয়োগের বিষয় নয় এটা। যারা খেলা দেখছে, তাদের শিক্ষিত করা দায়িত্ব নিতে হবে।"

কীভাবে সেটা সম্ভব সেটাও বলছেন 'কিং' কোহলি। সেই সঙ্গে তোপ দাগছেন সম্প্রচারকারী চ্যানেলগুলোকে। কারণ সেখানে ক্রিকেটের বাইরেও খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া হয়। সেখানে উঠে আসে তাঁরা কী খাচ্ছেন, সেটার কথাও। কোহলির মতে, "সম্প্রচারকারী চ্যানেলে খেলা নিয়ে কথা বলা দরকার। আমি কাল কী খেয়েছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিংবা দিল্লিতে আমার ছোলে-ভাটুরে খাওয়ার প্রিয় জায়গা কোনটা সেটাও নয়। ক্রিকেট ম্যাচের মাঝে সেগুলো আলোচনার দরকার নেই। বরং একজন ক্রীড়াবিদ কীভাবে লড়াই করছে, সেটা সবাইকে জানানো দরকার।"

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ইতিমধ্যে বেঙ্গালুরুর শিবিরেও যোগ দিয়েছেন কোহলি। তিনি এখন অধিনায়ক নন, নেতৃত্বে রজত পাতিদার। কিন্তু আরসিবি-র হৃদপিণ্ড যে ‘কিং’ কোহলিই। অধরা ট্রফি জিততে তাঁর দিকেই তাকিয়ে ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট দুনিয়ার অন্যতম ফিট ক্রিকেটার বলে পরিচিত তিনি।
  • বিরাট কোহলির নিয়মনিষ্ঠা, খাবার নিয়ে শৃঙ্খলার কথা প্রায় সকলেই জানে।
  • প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। তার আগে বেঙ্গালুরুর শিবিরে যোগ দিয়েছেন কোহলি।
Advertisement