সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মাঠে নামলেই মনে হয় 'মেজাজটাই যে আসল রাজা'। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলিকে প্রথমবারের মতো আরসিবি জার্সিতে নামার কথা ছিল। যদিও দুপুর গড়াতে না গড়াতেই চেন্নাস্বামী স্টেডিয়ামে ঝেঁপে বৃষ্টি নামে। সন্ধ্যার পরও বৃষ্টি কমেনি। পিছিয়ে যায় টস। তার আগে অবশ্য একটা ঘটনার সাক্ষী থাকে বেঙ্গালুরু।
কী সেই ঘটনা? বৃহস্পতিবার নেটে অনুশীলনে নামার সময় কোহলি বেশ সিরিয়াস ছিলেন। যদিও ব্যাট করার ঠিক আগে একটি বিশেষ ঘটনা আলো কেড়ে নেয়। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, বিরাট যখন ব্যাট করতে আসেন, তখন স্টেডিয়ামে খুবই জোরে আরসিবি'র থিম-সং বাজছিল। যা শুনে একেবারে তিতিবিরক্ত হয়ে ওঠেন কোহলি। রীতিমতো ধমক দিয়ে গান বন্ধ করতে বলেন তিনি।
আসলে এত জোরে গান বাজলে তো মনঃসংযোগের অভাব ঘটবে। সেই কারণেই তাঁর 'ধমকে' স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম কিছুক্ষণ বন্ধ রাখা হয়। এরপর কোহলিকে অনুশীলনে মন দিতে দেখা যায়। যেখানে একেবারে নিখুঁত দেখিয়েছে তাঁকে। কোহলিকে নিয়ে বেঙ্গালুরুতে ছিল প্রবল উৎসাহ। রাস্তায় ঢালাও বিক্রি হতে দেখা যায় বিরাট নামের টেস্ট জার্সি। যেন 'বিরাট আবেগ' নিয়েই ফেরার অপেক্ষায় ছিল আইপিএল।
সমর্থকদের পরিকল্পনা ছিল, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকবেন তাঁরা। যদিও প্রবল বৃষ্টিতে তাঁদের সেই উৎসাহে ভাটা পড়ল তো বটেই। নির্ধারিত সময়ের অনেকটা সময় পার হয়ে গেলেও শুরু করা গেল না আরসিবি বনাম কেকেআর ম্যাচ। বৃষ্টির প্রকোপ বাড়তে থাকায় কেকেআরের জন্য উদ্বেগ বাড়তে থাকে। কারণ প্লে অফের লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচ জিততেই হবে তাদের। কিন্তু খেলা শুরু না হলে রাহানে বাহিনীর জন্য 'বিপদ'।
