shono
Advertisement
IPL 2025

মাঠে এসেছেন কেন? পাঞ্জাব হারতেই শ্রেয়সের বোনকে আক্রমণ নেটিজেনদের!

নেটিজেনদের একহাত নিয়েও পোস্ট ডিলিট করেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 12:44 PM Apr 21, 2025Updated: 02:02 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহলির 'বিরাট' ব্যাটে ভর করে পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ম্যাচে ব্যর্থ পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তাঁর ব্যাটের সম্বল মাত্র ৬। আর এই ব্যর্থতা মেনে না নিতে পেরে একদল সমর্থক ট্রোল করে বসেছেন শ্রেয়সের বোন (Shreyas Iyer's Sister) শ্রেষ্ঠা আইয়ারকে। মাঠে আসায় তাঁকে বলা হয়েছে 'অপয়া'। চুপ থাকেননি শ্রেষ্ঠাও। প্রতিবাদে পালটা সুর চড়িয়েছেন তিনিও।

Advertisement

খেলায় হারজিত থাকবেই। তা মেনে নিয়ে সামনে তাকানোই খেলোয়াড়সুলভ আচরণ। অথচ এই সার সত্যটাকে ভুলে যায় অনেকেই। ম্যাচ হেরে বিধ্বস্ত হয়ে তাঁরা মাঝেমাঝেই অবাঞ্ছিত কাণ্ড করে বসেন। আর তেমনই অবাঞ্ছিত কাণ্ডের শিকার হয়েছেন শ্রেষ্ঠা। ম্যাচের পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি জানান, ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। কিছু সমর্থকের এহেন মানসিকতা আহত করেছে শ্রেয়স-ভগিনীকে।

তিনি লেখেন, 'এটা সত্যিই হতাশাজনক। খেলা দেখতে গিয়েছিলাম। প্রিয় দল হেরে গিয়েছে বলে ক্রিকেটারের পরিবারকে পর্যন্ত দোষারোপ করা হচ্ছে। মানুষ কীভাবে এতটা নিচে নেমে যাচ্ছে! আমরা শারীরিকভাবে উপস্থিত থাকি বা না থাকি, দলের প্রতি সবসময় সমর্থন থাকে। যাঁরা আমাদের দিকে আঙুল তুলেছে, তাঁদের মানসিকতা খুবই লজ্জাজনক। অসংখ্য ম্যাচ দেখতে মাঠে গিয়েছি। বেশিরভাগই জিতেছি। কিন্তু হেরে গেলে দেখছি কেউ কেউ পর্দার আড়াল থেকে ট্রোল করেন। এগুলো খুবই নিম্ন রুচির।'

শ্রেষ্ঠা আরও লিখেছেন, "আমার ভাই এবং ওর দলকে সমর্থন করি। সবসময় এই সমর্থন থাকবে। কিন্তু ভিত্তিহীন এই সব সমালোচনা একেবারেই পছন্দ নয়। আসলে এগুলো যাঁরা করেন, তাঁরা নিজেরাই ছোট হয়ে যায়। জয়-পরাজয় লেগেই থাকবে। কিন্তু সবসময় দলের পাশে থাকব। আসল সমর্থকরা এমনই হয়। পাঞ্জাব কিংসের দিন ছিল না। তাই হেরে গিয়েছে। কিন্তু পরাজয় খেলারই অংশ। কিন্তু সোশাল মিডিয়ায় এমন ঘৃণা ছড়ানো অত্যন্ত নিচু মানসিকতার। তাই পরের বার এমন করার আগে দু'বার ভাবুন।" নেটিজেনদের একহাত নিয়ে পোস্ট করলেও পরে তা ডিলিট করেন শ্রেয়সের বোন।

উল্লেখ্য, ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছিলেন বিরাট কোহলিরা। তাই আরসিবি’র কাছে রবিসন্ধ্যায় ছিল ‘বদলা’র ম্যাচ। আর মধুর বদলা নেওয়ার খেলায় একেবারে ডিস্টিংশন নিয়ে পাশ বেঙ্গালুরু। কোহলির 'বিরাট' ইনিংসে জব্দ হয়েছে পাঞ্জাব। তাদের জয়ের পর, আরসিবি দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, দশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রেয়সের পাঞ্জাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাব হারায় তাঁকে বলা হয়েছে 'অপয়া'।
  • চুপ থাকেননি শ্রেষ্ঠাও।
  • ম্যাচের পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে শ্রেষ্ঠা জানান, ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন।
Advertisement