shono
Advertisement
Virender Sehwag

কোহলি-ধোনিরা ছাড় পেলে দিগ্বেশ একা কেন শাস্তি পাবে? বোর্ডের দ্বিচারিতা নিয়ে সরব বীরু

প্রাক্তন ওপেনারের দাবি, নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত।
Published By: Prasenjit DuttaPosted: 07:25 PM May 29, 2025Updated: 07:25 PM May 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ। বোর্ডের নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ভারতীয় বোর্ডের কোন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বীরু? তিনি আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরব হয়েছেন। প্রাক্তন ওপেনারের দাবি, নিয়ম সকলের জন্য এক হওয়া উচিত।

Advertisement

হঠাৎ কেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সুর চড়িয়েছেন বীরু? চলতি আইপিএলে দিগ্বেশ রাঠি একাধিকবার 'নোটবুক সেলিব্রেশন' করে কড়া শাস্তির কবলে পড়েছেন। যা মোটেও ভালো লাগেনি ভারতের প্রাক্তন ওপেনারের। তিনি এই প্রসঙ্গে এমএস ধোনি এবং বিরাট কোহলির নামও টেনে আনেন। অতীতে দেখা গিয়েছে, এই ক্রিকেটাররা আরও অনেক বেশি আগ্রাসন দেখিয়েও সেভাবে শাস্তি পাননি। তুলনায় দিগ্বেশের মতো তরুণকে বারবার কঠিন শাস্তি দেওয়া হচ্ছে।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহওয়াগ বলেন, "আইপিএলে এটাই দিগ্বেশের প্রথম মরশুম। আমার মনে হয়েছে, ওর উপর নির্বাসনের শাস্তিটা একটু বেশিই কড়া হয়ে গিয়েছে। অতীতে ধোনিকেও আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে ঢুকে পড়তে দেখা গিয়েছিল। ওকে তো নির্বাসনে পাঠানো হয়নি। কোহলিকেও বহুবার আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। বিরাটকেও নির্বাসিত করা হয়নি। যদিও দিগ্বেশ ছাড় পায়নি। ওকে সহজেই ক্ষমা করা যেত।"

উল্লেখ্য, ম্যাচ চলাকালীন আম্পায়ারের নো বলের সিদ্ধান্তের প্রতিবাদ করতে মাঠে ঢুকে পড়েছিলেন ধোনি। ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটেছিল। ওই সময় ধোনির ম্যাচ ফি'র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়। অন্যদিকে, ১৮ বছরের আইপিএল কেরিয়ারে কখনও নির্বাসিত হননি কোহলিও। যদিও ৫ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এক ম্যাচে বসতে হয় রাঠিকে। আর সেই কারণেই হয়তো বোর্ডের দ্বিচারিতা নিয়ে সরব হয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোর্ডের নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
  • ভারতীয় বোর্ডের কোন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বীরু?
  • তিনি আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরব হয়েছেন।
Advertisement