সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মহা নিলামের আগেই বড়সড় রদবদল ঘটেছে দিল্লি ক্যাপিটালসে। ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচের পদে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেণুগোপাল রাও এবং হেমাঙ্গ বাদানি। গত মরশুম একেবারেই ভালো কাটেনি ঋষভ পন্থদের। তার মধ্যে ম্যানেজমেন্ট বদলে যাওয়ায় রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক তারকাও।
দিল্লি ক্যাপিটালসের দুটি মালিক- জেএসডব্লু স্পোর্টস ও জিএমআর গ্রুপ। আইপিএলে দিল্লির পুরুষদের দল ছাড়াও আছে মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস। তাদের চুক্তি অনুযায়ী প্রতি দুবছরে ম্যানেজমেন্ট হস্তান্তর হয়। এবার যেমন আইপিএলে পুরুষদের দলের দায়িত্বে এল জিএমআর গ্রুপ। আবার জেএসডব্লু গ্রুপ এই দায়িত্বে আসবে ২০২৭ সালে। ততদিনে তারা মহিলাদের দল ও দক্ষিণ আফ্রিকার দলের দায়িত্ব সামলাবেন।
ঋষভ পন্থ দিল্লিতেই থাকবেন, এমনটাই ধারণা ছিল ক্রিকেটমহলের। কিন্তু ম্যানেজমেন্ট বদলে ছবিটা বদলে গিয়েছে। সেক্ষেত্রে দিল্লির সঙ্গে প্রায় ৮ বছরের সম্পর্ক ভাঙতে পারেন পন্থ। শোনা যাচ্ছে, তিনি নিজেই রিটেনশন তালিকায় থাকতে চান না। কারণ নতুন ম্যানেজমেন্ট পন্থকে দিল্লির অধিনায়ক হিসাবে চায় না। অন্যদিকে পন্থ চান অধিনায়ক হিসাবেই আইপিএল খেলতে। আর পন্থ মহা নিলামে গেলে চেন্নাই, লখনউ, আরসিবি মুখিয়ে থাকবে ভারতীয় দলের উইকেটকিপারকে দলে নেওয়ার জন্য। ফলে পন্থকে নিয়ে দিল্লি কি সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর থাকবে সবার।
কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল থাকতে পারেন দিল্লির সম্ভাব্য রিটেনশন তালিকায়। দুজনেই আইপিএলের দুনিয়ায় যথেষ্ট সফল। কুলদীপ পেতে পারেন ১৪ কোটি টাকা। অন্যদিকে অক্ষরকে দিল্লি রাখতে পারে ১৮ কোটি টাকায়। নজর থাকবে দুই বিদেশি তরুণ তুর্কির দিকেও। ত্রিস্তান স্টাবস ও জেক ফ্রেসার ম্যাকগুর্ক গত মরশুমে দুরন্ত পারফর্ম করেছিলেন। তাঁদের কি দলে রাখবে দিল্লি? সেটার উত্তর ৩১ অক্টোবরেই পাওয়া যাবে।