shono
Advertisement
Jasprit Bumrah

স্ক্যান থেকে রিহ্যাব, সব পরীক্ষায় 'পাশ' করেও কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বুমরাহ?

কবে ফিরতে পারেন বাইশ গজে?
Published By: Arpan DasPosted: 12:25 PM Feb 12, 2025Updated: 01:44 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেই জায়গায় সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। যদিও বুমরাহর স্ক্যানের রিপোর্টে কোনও সমস্যা নেই। তারপরও কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হল না তাঁকে?

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লাগে তাঁর। যে কারণে শেষ দিনে বলও করতে পারেননি। তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রেখেই দল ঘোষণা করা হয়েছিল। এনসিএ-তে বুমরাহর বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়। রিহ্যাবও করেন। স্ক্যানের রিপোর্টে সমস্যা নেই বলে জানা যাচ্ছে। তারপরও বুমরাহকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে টিম ইন্ডিয়া।

সূত্রের খবর, কেউই ঝুঁকি নিতে চাইছেন না তাঁকে নিয়ে। এখনও পুরোপুরি তাঁকে 'ফিট' বলা যায় না। অন্তত এত বড়ো একটা টুর্নামেন্টে বুমরাহকে 'আধা ফিট' হিসেবে নামিয়ে দেওয়া যে যথেষ্ট বিপজ্জনক, সেটা সকলেই বুঝতে পারছেন। এখনও অন্তত পাঁচ সপ্তাহ তাঁর বিশ্রাম নেওয়া উচিত।

এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, "এনসিএ-র প্রধান নীতীন প্যাটেল পরিষ্কার জানিয়েছেন, বুমরাহ রিহ্যাব করেছেন। স্ক্যানের রিপোর্টে সমস্যা নেই। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বল করার মতো ফিট হতে পারবেন না। তাই নির্বাচকরা ঝুঁকি নিতে চাননি।"

তাঁর আরও বক্তব্য, "নীতীন নির্বাচক প্রধান আগরকরের কোর্টে বল পাঠিয়ে দেন। আসলে কেউই আনফিট প্লেয়ারকে দলে নেওয়ার ঝুঁকি নিতে চাননি। যেহেতু মেডিক্যাল দল থেকে সবুজ-সংকেত আসেনি, তাই নির্বাচক দলও আর ঝুঁকি নেয়নি।" আসলে ২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলানো হয়েছিল 'আধা ফিট' বুমরাহকে। তারপর প্রায় এক বছরের জন্য ছিটকে যান তিনি। এবার আর 'হাত পোড়াতে রাজি নন' নীতীন প্যাটেল বা আগরকররা।

আর পাঁচ সপ্তাহ বিশ্রাম মানে আইপিএলের আগেই বুমরাহর সুস্থ হয়ে যাওয়ার কথা। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে ভারতের। টেস্টে হয়তো বুমরাহ খেলবেন। কিন্তু আইপিএলের প্রথম থেকে বুমরাহ খেলেন কিনা, সেদিকে নজর থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ।
  • সেই জায়গায় সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। যদিও বুমরাহর স্ক্যানের রিপোর্টে কোনও সমস্যা নেই।
  • বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লাগে তাঁর।
Advertisement