shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

মিরাকল না হলে বুমরাহর মাঠে নামা অসম্ভব! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকল্পের খোঁজে ভারত

অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:43 PM Jan 27, 2025Updated: 01:39 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভাবনীয় কিছু না ঘটলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। এমনটাই শোনা যাচ্ছে বিসিসিআইয়ের অন্দরে। সূত্রের খবর, চিকিৎসার জন্য হয়তো নিউজিল্যান্ডেও যেতে হতে পারে তারকা পেসারকে। আপাতত তাঁকে শারীরিক পরিশ্রম থেকে একেবারে দূরে থাকতে বলা হয়েছে। তার জেরেই আরও বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। চোটের কারণে নামতে পারেননি ইংল্যান্ড সিরিজেও। তবে বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত। এহেন পরিস্থিতিতে বিখ্যাত অর্থোপেডিক সার্জেনের সঙ্গে আলোচনা করেছেন বুমরাহ। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনই আগের বার বুমরাহর অস্ত্রোপচার করেছিলেন। এবারও চোট সারাতে তাঁরই দ্বারস্থ হয়েছেন তারকা পেসার।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, শাউটেনের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ডের মেডিক্যাল টিম। দরকার হলে বুমরাহকে নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে। ইতিমধ্যেই বুমরাহর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয়েছে শাউটেনের কাছে। তিনি বললেই নিউজিল্যান্ডে উড়ে যাবেন বুমরাহ। তবে তারকা পেসার নিজেই মাঠে নামা নিয়ে অযথা তাড়াহুড়ো করতে চান না। পরবর্তী সময়ের কথা ভেবে বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ডও। বড়সড় মিরাকল না হলে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না।

কিন্তু বুমরাহ না খেললে তাঁর পরিবর্ত কে হবেন? বিসিসিআই সূত্রে খবর, দুই পেসারের নাম নিয়ে চিন্তাভাবনা চলছে- হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ। আপাতত এই দুজনকে মেগা টুর্নামেন্টের জন্য তৈরি রাখা হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। তার দিনদশেক আগেই চূড়ান্তভাবে জানা যাবে, বুমরাহ আদৌ খেলবেন কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার-গাভাসকর ট্রফির টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ।
  • নিউজিল্যান্ডের বিখ্যাত সার্জেন রোয়ান শাউটেনই আগের বার বুমরাহর অস্ত্রোপচার করেছিলেন। এবারও চোট সারাতে তাঁরই দ্বারস্থ হয়েছেন তারকা পেসার।
  • শাউটেনের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ডের মেডিক্যাল টিম। দরকার হলে বুমরাহকে নিউজিল্যান্ডে পাঠানো হতে পারে।
Advertisement