shono
Advertisement
S. Sreesanth

ফের সাসপেন্ড শ্রীসন্থ, গড়াপেটা কাণ্ডের পর আবার কী ঘটালেন?

কতদিনের জন্য বরখাস্ত করা হয়েছে তাঁকে?
Published By: Prasenjit DuttaPosted: 03:16 PM May 02, 2025Updated: 05:20 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। তিনি শান্তাকুমারন শ্রীসন্থ। পুরনো একটি বিতর্ক ফের দানা বেঁধেছে তাঁকে ঘিরে। কেবল দানা বাঁধাই নয়, এর জন্য তাঁকে সাসপেন্ডও পর্যন্ত হতে হল। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন ভারতীয় পেসারকে তিন বছরের জন্য বরখাস্ত করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া নিয়ে 'মিথ্যা ও অবমাননাকর' মন্তব্য করেছিলেন। 

Advertisement

শ্রীসন্থ বর্তমানে কেরল ক্রিকেট লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল কোলাম এরিজের অন্যতম মালিক। কোচিতে অনুষ্ঠিত হয়েছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সঞ্জুর জায়গা না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন শ্রীসন্থ। ঘরোয়া ক্রিকেটে সুযোগ মেলেনি বলেই ভারতীয় দলে নির্বাচিত হননি সঞ্জু - এমনই মত ছিল প্রাক্তন পেসারের।

শ্রীসন্থ বলেছিলেন, "আন্তর্জাতিক পর্যায়ে খেলে এমন ক্রিকেটার আমাদের রাজ্যে মাত্র একজনই রয়েছেন। তিনি সঞ্জু স্যামসন। ওর পাশে সবার দাঁড়ানো উচিত। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনও ক্রিকেটারই তো তৈরি করতে পারেনি। অনেক ভালো ক্রিকেটার থাকলেও কেসিএ কি তাদের পাশে দাঁড়িয়েছে কখনও?" এরপর বিজয় হাজারে ট্রফিতে কেরল দলে সঞ্জুর সুযোগ না পাওয়ার কথা তুলে ধরে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীসন্থ। কিন্তু ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের পাশে দাঁড়াতেই তোপ দাগে কেসিএ'ও। তাদের দাবি ছিল, সঞ্জু নিয়ে সঠিক কথা বলছেন না শ্রীসন্থ। আর সেই কারণেই তাঁকে শোকজ নোটিসও পাঠায় সংস্থা।

কেরল ক্রিকেট সংস্থার টি-২০ লিগে একটি ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মালিক শ্রীসন্থ। ফলে কোনও ক্রিকেটারের হয়ে সরব হওয়া শ্রীসন্থের উচিত নয় বলে মত ছিল কেসিএ'র। তাদের বক্তব্য, “গড়াপেটার অভিযোগে শ্রীসন্থ জেলে থাকাকালীন কেরল ক্রিকেট সংস্থা তাঁর পাশে ছিল। তাঁর সঙ্গে দেখাও করতে গিয়েছিলাম আমরা। পরে আদালতের রায়ে তিনি মুক্তি পান। কিন্তু কোনও ক্রিকেটারের হয়ে কথা বলা উচিত নয় শ্রীসন্থের।” কেরল ক্রিকেট সংস্থা গড়াপেটার প্রসঙ্গ উসকে দিতেই তেলে বেগুনে জ্বলে উঠে প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছিলেন, ভিনরাজ্য থেকে ক্রিকেটার এনে খেলায় কেরল। এটা রাজ্যের ক্রিকেটারদের জন্য লজ্জার। আন্তর্জাতিক ক্রিকেটার সঞ্জু। যারা জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখে, কেরল ক্রিকেটের বদান্যতায় তারা সঠিক সুযোগ পাচ্ছে না। এরপরই যোগ করেন, “আমাকে অপমানজনক মন্তব্য করে বিবৃতি দেওয়া হয়েছে। এদের জবাবদিহি করতে হবে।” আর এদিন তাঁকে সাসপেন্ডও তিন বছরের জন্য সাসপেন্ড হতে হল। এর ফলে তিনি আগামী তিন বছর কোনও ধরনের ক্রিকেটীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। এখন দেখার, এর বিরুদ্ধে তিনি কোনও আইনি লড়াইয়ে যান কিনা। যদিও শ্রীসন্থ জানিয়েছেন, "এ ব্যাপারে আমি কিছুই জানি না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন ভারতীয় পেসারকে তিন বছরের জন্য বরখাস্ত করেছে।
  • তাঁর বিরুদ্ধে অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া নিয়ে 'মিথ্যা ও অবমাননাকর' মন্তব্য করেছিলেন।
  • শ্রীসন্থ বর্তমানে কেরালা ক্রিকেট লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল কোলাম এরিজের অন্যতম মালিক।
Advertisement