shono
Advertisement
Champions Trophy

বিরাট-স্যান্টনার নাকি বরুণ-উইলিয়ামসন? কোন খণ্ড লড়াই ঠিক করবে ফাইনালের ভাগ্য?

ফাইনালে নজর কাড়বেন কোন ক্রিকেটাররা?
Published By: Anwesha AdhikaryPosted: 12:30 PM Mar 09, 2025Updated: 01:55 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে দুই দলই। তবে দুই শিবিরের ভাগ্য থাকবে বাছাই করা কয়েকজন ক্রিকেটারের হাতে। মেগাম্যাচে তাঁরা কেমন পারফর্ম করলেন, সেটার ভিত্তিতেই নির্ধারিত হতে পারে ফাইনালের ফলাফল। একঝলকে দেখে নেওয়া যাক, কোন পাঁচ খণ্ড লড়াই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।

Advertisement

রোহিত শর্মা বনাম উইল ও'রুরকি
গোটা টুর্নামেন্টে নতুন বলে ভারত অধিনায়ক ঝোড়ো ইনিংস খেলছেন। কিন্তু শেষ দুই ম্যাচে বড় শট খেলতে গিয়ে উইকেটও খুইয়েছেন। অন্যদিকে, শুরুতেই বিপক্ষকে আউট করতে পারেন কিউয়ি পেসার। রুরকির গতি চাপে ফেলতে পারে হিটম্যানকে।

বিরাট কোহলি বনাম মিচেল স্যান্টনার
ভারতের বরাবরের মাথাব্যথা কিউয়ি অধিনায়ক। স্পিনের জালে ভারতের গোটা ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারেন। স্পিনে পরাস্ত হন কিং কোহলিও। গত ম্যাচেই অ্যাডাম জাম্পার শিকার হয়েছেন। তবে চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট।

গ্লেন ফিলিপস বনাম রবীন্দ্র জাদেজা
উড়ে গিয়ে ক্যাচ নেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ফিলিপস। একা ফিলিপস নয়, গোটা নিউজিল্যান্ড টিমই দুরন্ত ফিল্ডিং করেছে টুর্নামেন্টজুড়ে। ক্যাচ নেওয়া, রান আটকানো সবদিকেই সিদ্ধহস্ত কিউয়িরা। তুলনায় ভারতের ফিল্ডিং কিছুটা পিছিয়ে। তবে বিভাগকে নেতৃত্ব দেবেন 'স্যর' জাদেজা। তাঁর থেকে অতিমানবীয় ক্যাচ আশা করা যেতেই পারে।

রাচীন রবীন্দ্র বনাম মহম্মদ শামি
চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করেছেন শামি। পাওয়ারপ্লেতে উইকেট তুলতে সিদ্ধহস্ত। সেমিফাইনালেও তিন উইকেট পেয়েছেন। অন্যদিকে সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে দুরন্ত ফর্মে রাচীন। তবে ফাইনালে ওপেন করতে নেমে শামিকে মোকাবিলা করা কঠিন হবে কিউয়ি তরুণের পক্ষে।

বরুণ চক্রবর্তী বনাম কেন উইলিয়ামসন
মাত্র দু'ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হইচই ফেলে দিয়েছেন রহস্য স্পিনার। গ্রুপ পর্বের ম্যাচে একাই পাঁচ উইকেট তুলে শেষ করে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ফাইনালেও দুবাইয়ের ঘূর্ণি পিচে ভেলকি দেখাতে পারেন বরুণ। কিন্তু সেমিফাইনালে ঝোড়ো সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের তুঙ্গে উইলিয়ামসন। ফাইনালের পর হয়তো অবসর নেবেন তিনি। তাই ম্যাচটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে চান ফ্যাব ফোরের অন্যতম সদস্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোটা টুর্নামেন্টে নতুন বলে ভারত অধিনায়ক ঝোড়ো ইনিংস খেলছেন। কিন্তু শেষ দুই ম্যাচে বড় শট খেলতে গিয়ে উইকেটও খুইয়েছেন।
  • উড়ে গিয়ে ক্যাচ নেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ফিলিপস। একা ফিলিপস নয়, গোটা নিউজিল্যান্ড টিমই দুরন্ত ফিল্ডিং করেছে টুর্নামেন্টজুড়ে।
  • মাত্র দু'ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হইচই ফেলে দিয়েছেন রহস্য স্পিনার। গ্রুপ পর্বের ম্যাচে একাই পাঁচ উইকেট তুলে শেষ করে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে।
Advertisement