সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা আর টেস্ট খেলবেন না। ফলে ইংল্যান্ড সিরিজে ইনিংসের শুরুতে যশস্বী জয়সওয়ালের সঙ্গী কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে। অধিনায়ক শুভমান গিল ওপেন করেছেন অতীতে। তবে আসন্ন সফরে তাঁকে মিডল অর্ডারে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
এই অবস্থায় ওপেনার হিসাবে প্রত্যাবর্তন হতে পারে কে এল রাহুলের। কেরিয়ারের একটা বড় সময় নিয়মিতভাবে ওপেন করতেই দেখা গিয়েছে তাঁকে। ভারতের হয়ে ৪৫ টেস্টে ওপেন করে ২,৬৫৪ রান করেছেন রাহুল। তাঁর আট টেস্ট সেঞ্চুরির মধ্যে সাতটাই করেছেন ইনিংসের সূচনা করতে নেমে। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে মিডল অর্ডারে নেমে একেবারে খারাপ খেলেননি রাহুল। টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীরেরও বিশেষ ভরসার পাত্র তিনি। ফলে ইংল্যান্ড সফরে ফের একবার ওপেনার হিসাবে দেখা যেতে পারে তাঁকে।
অবশ্য সেই ভূমিকায় ফেরার দাবিটা শুক্রবার আরও জোরালো করলেন রাহুল, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে। ভারত 'এ' দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্টে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। পাশাপাশি ক্রিস ওকসের দাপট সামলে ভারত 'এ' দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন। রাহুল ওপেন করলে ৩ নম্বরে খেলার দাবিদার হতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে অভিমন্যু তিনেই নেমেছিলেন। কিন্তু তাতেও ব্যর্থ হন বঙ্গ ওপেনার, ফেরেন ১১ করে। ফলে তাঁর দাবি ফিকে হচ্ছে।
সেক্ষেত্রে তিনে খেলার জন্য সবচেয়ে এগিয়ে করুণ নায়ার এবং সাই সুদর্শন। অধিনায়ক শুভমান গিল সম্ভবত বিরাট কোহলির জায়গায় চার নম্বরে নামবেন। পাঁচ নম্বরে এক ব্যাটারের জায়গাও অবশ্য ফাঁকা রয়েছে। সুদর্শন তিনে খেললে পাঁচে ভাবা হতে পারে করুণকে। তাছাড়া বিকল্প হিসাবে ধ্রুব জুড়েল বা নীতীশ কুমার রেড্ডি আছেন।
