shono
Advertisement

Breaking News

Mitchell Starc

'লেডি লাক'ই বদলে দিল স্টার্ককে! স্ত্রীর সামনেই আগুনে ফর্মে বাঁহাতি তারকা পেসার

জ্বলে উঠলেন স্টার্ক। নিন্দুকদের জবাব দিয়ে গেলেন ওয়াংখেড়েতে।
Posted: 01:19 PM May 04, 2024Updated: 02:40 PM May 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ভালো পারফরম্যান্স হচ্ছে না বলে নিন্দিত হচ্ছিলেন অজি তারকা। এক ম্যাচ বসতেও হয়েছিল তাঁকে। সেই স্টার্ক ওয়াংখেড়েতে আগুন জ্বাললেন। কলকাতা নাইট রাইডার্সও এক যুগ পরে ওয়াংখেড়েতে জয় ছিনিয়ে নিল। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) উড়িয়ে দিলেন স্টার্করা। 
স্টার্কের এমন জ্বলে ওঠার কারণ কী? অনেকে বলছেন 'লেডি লাক' বদলে দিয়েছে অজি তারকাকে। সোশাল মিডিয়ায় অ্যালিসা হিলির (Alyssa Healy ) ছবি পোস্ট করে এমনটাই বলছেন ভক্ত-অনুরাগীরা। নিজের  শেষ ওভারে মিচেল স্টার্ক যখন আগুনে বোলিং করছেন, তখন টিভি ক্যামেরা বাববার খুঁজছিল তাঁর স্ত্রী অ্যালিসা হিলিকে।
ওভারের পঞ্চম বলে ইয়র্কার দেন স্টার্ক। সেই ইয়র্কার ছিটকে দেয় জেরাল্ড কোয়েৎজির মিডল স্টাম্প। ওই ট্রেডমার্ক ইয়র্কারই কেকেআরের জয় নিশ্চিত করে ওয়াংখেড়েতে। 

Advertisement

[আরও পড়ুন: শেষের কবিতার খোঁজে মোহনবাগান]


ম্যাচ হেরে মুম্বই প্রায় ছিটকেই গেল। স্টার্ক ও অ্যালিসা হিলি একমাত্র ক্রিকেট দম্পতি, যাঁরা বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত তাঁরা। সেই অ্যালিসা হিলির উপস্থিতি কি বাড়তি অ্যাড্রিনালিন ঝরাল?  সোশাল মিডিয়া তেমন দাবি করলেও, অজি তারকা কিন্তু এবিষয়ে কোনও মন্তব্য করেননি। 
মুম্বই ম্যাচের আগে স্টার্কের পারফরম্যান্স হতশ্রীই ছিল বলা যায়। আগের ৮টি ম্যাচ থেকে নিয়েছিলেন মাত্র ৭ উইকেট। লখনউয়ের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন। ৪ ম্যাচে উইকেট নিতে পারেননি। ইকোনমি রেট ছিল আরও ভয়াবহ। সমালোচনা শুরু হয়ে গিয়েছিল, এত অর্থ খরচ করে স্টার্ককে দলে এনে কী লাভ হল? অজি বোলার জবাবটা দিলেন বল হাতে। অনেকেই বলছেন, বিশ্বকাপ যে এগিয়ে আসছে সেটাই দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে জ্বলে উঠছেন স্টার্ক।
ম্যাচের শেষে কেকেআর-এর বোলিং ভরসা বলেন, ''টি-টোয়েন্টি ক্রিকেটে যেভাবে চাওয়া হয়, সেভাবে সব হয় না। শুরুর দিকে আমি আরও ভালো করতে চেয়েছিলাম। কিন্তু একমাত্র আমিই যে এত রান দিচ্ছি টুর্নামেন্টে, এমনটা তো নয়। আমরা পয়েন্ট তালিকায় এখন দুনম্বরে রয়েছি। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আশা রাখি আগামী ম্যাচগুলোয় আমি নিজেকে আরও বেশি মেলে ধরতে পারব।'' 

[আরও পড়ুন: ‘মোহনবাগান আইএসএল জিতলে স্টেনগান সেলিব্রেশন করব’, ফেসবুক লাইভে বললেন সোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিলামে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
  • ভালো পারফরম্যান্স হচ্ছে না বলে নিন্দিত হচ্ছিলেন অজি তারকা।
  • এক ম্যাচ বসতেও হয়েছিল তাঁকে। সেই স্টার্ক ওয়াংখেড়েতে আগুন জ্বাললেন।
Advertisement