shono
Advertisement
IPL 2025

মুফতের দিন শেষ, এ বছর থেকেই আইপিএল দেখতে গাঁটের কড়ি খসাতে হবে ক্রিকেটপ্রেমীদের!

এবার আইপিএল দেখা যাবে জিওহটস্টার অ্যাপে।
Published By: Subhajit MandalPosted: 12:38 PM Feb 14, 2025Updated: 02:23 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। সার্বিকভাবে জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বের একেবারে প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতা আইপিএল। এতদিন ভারতে এ হেন টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং হতো বিনামূল্যে এক পয়সাও খরচ না করে মেগা টুর্নামেন্ট দেখার সুযোগ পেতেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এবার সম্ভবত সেটা হচ্ছে না।

Advertisement

২০২৩ সাল থেকে আইপিএলের লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ত্ব পায় জিওসিনেমা। টেলিভিশন স্বত্ত্ব ছিল স্টারের হাতে। বিরাট অঙ্কে লাইভ স্ট্রিমিংয়ের অধিকার পেলেও দর্শকদের উপর সেই অর্থের বোঝা চাপায়নি জিও কর্তৃপক্ষ। শুরুর বছর দুয়েক আইপিএল দেখানো হয়েছে বিনামূল্যেই। সেটার নেপথ্যে অবশ্য অ্যাপের সাবস্ক্রিপশন এবং ভিউয়ারশিপ বাড়ানোটাই মূল লক্ষ্য ছিল। কিন্তু এবার বিষয়টি বদলে যাচ্ছে। আর বিনামূল্যে আইপিএল দেখা যাবে না।

আসলে জিওসিনেমা আর আইপিএল দেখাবে না। এবার থেকে কোটি টাকার টুর্নামেন্ট দেখা যাবে জিও হটস্টারে। জিও এবং হটস্টারের সংযুক্তিকরণের পর গঠিত হয়েছে জিও স্টার। জিওসিনেমা এবং হটস্টার দুটি অ্যাপকেই ঢেলে সাজানো হয়েছে জিওহটস্টার হিসাবে। তাতে মোট ৩ লক্ষ ঘণ্টার বেশি বিনোদনের কনটেন্ট থাকছে। থাকছে লাইভ খেলা দেখানোর সুযোগ। নতুন এই অ্যাপ খেলা দেখানোর ক্ষেত্রে দর্শকদের জন্য আর 'উদার' থাকতে নারাজ।

সূত্রের দাবি, এবার থেকে আইপিএলের সামান্য কিছু মিনিট বিনামূল্যে দেখানো হবে। ওই কয়েক মিনিট শেষ হয়ে গেলেই সাবস্ক্রাইব করে খেলা দেখতে হবে। খেলা চলাকালীন ওই বিনামূল্যের কয়েক মিনিট শেষ হয়ে গেলে দর্শকদের পাঠানো হবে সাবস্ক্রিপশন পেজে। ন্যূনতম ১৪৯ টাকায় সাবস্ক্রিপশন পাওয়া যেতে পারে। স্ট্রিমিংয়ের মান এবং মেয়াদের উপর নির্ভর করে বাড়বে সাবস্ক্রিপশনের খরচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সার্বিকভাবে জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বের একেবারে প্রথম সারির ক্রীড়া প্রতিযোগিতা আইপিএল।
  • এতদিন ভারতে এ হেন টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং হতো বিনামূল্যে এক পয়সাও খরচ না করে মেগা টুর্নামেন্ট দেখার সুযোগ পেতেন ক্রিকেটপ্রেমীরা।
  • এবার সম্ভবত সেটা হচ্ছে না।
Advertisement