সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় জরিমানার মুখে পাকিস্তানের ক্রিকেটার আমের জামাল। শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানার কথা বলা হলেও এর সঙ্গে রাজনীতির যোগ পাচ্ছেন অনেকে। যে কারণে জামালের 'শাস্তি' হয়েছে, তার সঙ্গে পরোক্ষে জড়িয়ে যাচ্ছে ইমরান খানের নামও। তবে শুধু জামাল নয়, শৃঙ্খলাভঙ্গের কারণে আরও অনেক পাকিস্তানি ক্রিকেটারেরই জরিমানা হয়েছে।

তবে মূল চর্চায় আমের জামালই। জানা যাচ্ছে, টুপিতে তিনি ৮০৪ নম্বর লিখেছেন। অনুমান, যা জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাচ নম্বর। আর সেই কারণেই ২৮ বছর বয়সি ক্রিকেটারকে পিসিবি-র রোষানলে পড়ে বিরাট অঙ্কের শাস্তি পেতে হল মনে করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে চার লক্ষ টাকা। এই মুহূর্তে দুর্নীতির দায়ে জেলবন্দি পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান। অনেকের ধারণা, তাঁর প্রতি সমর্থন জানাতেই টুপিতে ৮০৪ লিখেছেন জামাল।
তবে শৃঙ্খলাজনিত কারণে আরও অনেককেই শাস্তির মুখে পড়তে হচ্ছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত অনেকেই নিয়ম মানেননি। যেমন সলমন আলি আঘা, সাইম আয়ুব বা আবদুল্লা শফিককে জরিমানা দিতে হবে অস্ট্রেলিয়া সফরে গভীর রাত পর্যন্ত টিম হোটেলে না ফেরায়। আবার উসমান খান, আব্বাস আফ্রিদিরা দক্ষিণ আফ্রিকা সফরে একই কারণে জরিমানা দেবেন।
এর মধ্যে সলমন আঘা আবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। উল্লেখযোগ্য ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলবে সেখানে জায়গা হয়নি বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজনেই খুব খারাপ ফর্মে ছিলেন। সেই কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অনুমান। তবে ওয়ানডে দলে দুজনেই আছেন।