সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শূন্য রানে আউট বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র দুই বল খেলেই ডাগআউটে ফিরলেন পাকিস্তানের ব্যাটার। আর সেই সঙ্গে লজ্জার নজিরও গড়লেন তিনি। ম্যাচও হারল পাকিস্তান। তবে সেসবের মধ্যেই নিজের কেরিয়ারের সেরা মুহূর্তের গল্প ভাগ করে নিয়েছেন তিনি। আর সেই 'সেরা' মুহূর্তটি হল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে ১৮৫ রান তাড়া করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু অধিনায়ক সলমন আলি আঘা ছাড়া কেউই রানের দেখা পাননি। বাবর শূন্য রানে দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লু হন। এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০টি 'ডাক' হয়ে গেল বাবরের। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি শূন্য করার তালিকায় সাইম আয়ুব ও উমর আকমলের সঙ্গে রয়েছে তাঁর নাম। শেষ ৯টা ইনিংসের মধ্যে চারটিই শূন্য।
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে কেভিন পিটারসেনের সঙ্গে বাবরের সাক্ষাৎকার। সেখানে তিনি বলেন, "ভারতকে হারানো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০২২-এ যখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাই, সেটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। সেখানে প্রথম পাক অধিনায়ক হিসেবে আমি ভারতকে বিশ্বকাপে হারাই। তবে এটাও ঠিক ভারত-পাকিস্তান লড়াইয়ের মূল্য আলাদা।"
আশ্চর্যের বিষয় বাবর সালটাও ভুল বলেছেন। কারণ পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল ২০২১ সালে। তবে তারপর থেকে আর ভারতকে কোনও বিশ্বকাপে হারাতে পারেনি পাকিস্তান। এশিয়া কাপের তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে।
