সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানার বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ কি সত্যিই বাবার অসুস্থতা? যত দিন যাচ্ছে, আরও জোরদার হচ্ছে এই প্রশ্ন। এরই মাঝে সামনে এসেছে একাধিক ঘটনার কথা। বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়েছে। যখন এই নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই ভাইরাল পলাশ মুছল ও হার্দিক পাণ্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের একটি ভিডিও।
ভিডিওয় দেখা গিয়েছে, গাড়ির পিছনের সিটে বসে আছেন তাঁরা। সেখানে বাদশার গান চলছে - 'ডিজেওয়ালে বাবু মেরা গানা বজা দে'। তাতে আবার লিপসিঙ্ক করছেন নাতাশা। পাশে বসেই নাচছেন পলাশ। একদিকে যখন 'পালরিতি'র 'ব্রেকআপ' নিয়ে গুঞ্জন, তখনই এমন ভিডিও নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে মেরির পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ, কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে। খানিক ‘দুষ্টু’ আলোচনা, ফ্লার্টিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশটগুলিতে। এই আবহে আবার পলাশ-নাতাশার পুরনো ভিডিও ভাইরাল। এমন ভিডিও দেখে এক নেটিজেন লিখছেন, 'পলাশ কি তবে এমনই? বারবার মহিলাসঙ্গ উপভোগ করেন?' অনেকেই বলছেন, আসলে দু'জনই বিনোদন জগতের মানুষ। তাই তাঁদের দেখা হওয়া অস্বাভাবিক নয়।'
উল্লেখ্য, বিশ্বকাপের সময়ই জানা গিয়েছিল, ২৩ নভেম্বর স্মৃতি-পলাশের বিয়ে। সেই অনুযায়ী, বিয়ের তারিখের বেশ অনেকদিন আগে থেকেই জমজমাট ছিল স্মৃতিদের বাড়ি। বিশ্বজয়ের মাঠে পলাশের হাঁটু মুড়ে স্মৃতিকে প্রোপোজ থেকে বরপক্ষ-কনেপক্ষের ক্রিকেট, স্মৃতির বিয়েতে ভারচুয়ালি শামিল হয়েছিল গোটা দেশ। সতীর্থর হলদি, মেহেন্দি, সঙ্গীতে মেতে উঠেছিলেন বিশ্বজয়ী ক্রিকেটাররা। ভাইরাল হয় সেসব রিল-ভিডিও। কিন্তু হঠাৎই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হন শ্রীনিবাস। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপরই স্থগিত হয় স্মৃতি-পলাশের বিয়ে। তারপর থেকে দুইয়ের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন। পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কি না, সেই নিয়েও জল্পনার শেষ নেই।
